সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ ২০১০ সালে কোরিয়ার সবচাইতে ব্যাবসাসফল এ মুভিটি দেখলাম গতকাল। অ্যাকশন মুভির প্রতি বরাবরই খুব দুর্বল আমি। মুভিটি দেখে আমার মনে হল, ভাল-মন্দ যা ই লিখিঃ এই মুভি নিয়ে কিছু একটা লেখা আমার জন্য ফরয হয়ে দাঁড়িয়েছে। কোরিয়ান ছবির মেকিং আর হলিউডের মেকিং এর মধ্যে তেমন একটা পার্থক্য আমি পাইনা বরং আমার মনে হলঃ এই ছবিটি অনেক ক্ষেত্রে হলিউডের অসাধারণ কিছু অ্যাকশন মুভি কে পিছনে ফেলতে পারে নির্দ্বিধায়। চরম ধরনের কিছু ভায়োলেন্স আছে ছবিটিতে।
তাই ছবিটিকে ২১+ বলে দেয়া যায় নিঃসংকোচে। The Man from nowhere মূলত উন বিন (Won Bin) এর ওয়ান ম্যান শো হলেও শিশু চরিত্রে কিম সা' রন (Kim Sae Ron) এর অসাধারন অভিনয় নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভাবতেই অবাক লাগে ১০বছর বয়সী এই পিচ্চি গত বছর কোরিয়ার বেষ্ট নিউ এক্ট্রেস এর খেতাব পায় অনেক বাঘা বাঘা অভিনেত্রিকে পেছনে ফেলে শুধুমাত্র এই ছবিটিতে অভিনয় করে।
কাহিনী পরিক্রমাঃ
একসময়ের দুর্দান্ত পরাক্রমশালী গোয়েন্দা এজেন্ট Cha ta sik (নায়কের নাম) কোন এক কারণে সবকিছু ছেড়ে ছুড়ে শান্তশিষ্ট ভাবে এক জায়গায় লাইফ লিড করতে থাকে। সেখানে পরিচয় হয় পাশের বাসার ছোট্ট শিশু So-Mi'র সাথে।
শিশুটির মা ড্রাগ ব্যাবসার সাথে জড়িত ছিল। একপর্যায়ে মেয়েটিকে এবং তার মা কে ড্রাগ ব্যবসায়ি ভিলেন ধরে নিয়ে যায়। শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসে নায়ক। ভিলেনের কথা মতো ড্রাগ পৌঁছে দিতে গিয়ে ধরা খায় পুলিশের হাতে। এরপর ঘটতে থাকে লোমহর্ষক সব নাটকীয় ঘটনা।
বেরিয়ে আসে নায়কের লিজেন্ডারি ইতিহাস। ত্রিমুখী এক লড়াই শুরু হয়ঃ নায়ক-ভিলেন-পুলিশের মধ্যে।
স্টেজ ভ্যু লিংক
আইডিএম রেটিং: ৭.৯/১০ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।