আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কে সোয়া তিন ইঞ্চি লম্বা পেরেক!

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তির মস্তিষ্কে অস্ত্রোপচার করে সোয়া তিন ইঞ্চি লম্বা একটি পেরেক অপসারণ করা হয়েছে। গত শুক্রবার ইলিনয়ের ওক লনে অবস্থিত অ্যাডভোকেট ক্রিস্ট মেডিকেল সেন্টারে এই অস্ত্রোপচার করা হয়। অরল্যান্ড পার্কের বাসিন্দা ডানটে অটুল্লো (৩২) জানান, গত মঙ্গলবার তিনি একটি ছাউনি তৈরির কাজ করছিলেন। এ সময় হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার সময় একটি পেরেক হঠাৎ ছুটে যায়।

অটুল্লো বলেন, ‘মনে হলো মাথায় কিছু একটা লেগে গেল। তবে তেমন কিছু মনে হয়নি। ভেবেছিলাম, পেরেকটি কান ঘেঁষে চলে গেছে। তার পরও কাজ চালিয়ে গেলাম। ’ তিনি জানান, তাঁর দীর্ঘদিনের সঙ্গী গেইল গ্লায়েঞ্জার মাথার ক্ষতটুকু পরিষ্কার করে দেন।

কিন্তু ভাবেননি আস্ত একটি পেরেক মাথায় ঢুকে গেছে। পরদিন বমি বমি ভাব হলে অটুল্লোকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রের পর দেখা গেল তাঁর মস্তিষ্কের ঠিক মাঝখানে সোয়া এক ইঞ্চি লম্বা একটি পেরেক! পরে অস্ত্রোপচারের জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। অটুল্লো বলেন, ‘মস্তিষ্কে এত বড় পেরেক! প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। এক্স-রে প্রতিবেদন এনে দেখালে আমি চিকিৎসককে বলেছিলাম, “আপনারা কী রসিকতা করছেন?” চিকিৎসক উত্তরে বলেন, ‘রসিকতা নয়, এটা আপনার মস্তিষ্কের এক্স-রে রিপোর্ট।

’ গ্লায়েঞ্জার জানান, অস্ত্রোপচারের পর অটুল্লো সুস্থ আছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন এবং সবকিছু মনে করতে পারছেন। তিনি বলেন, ‘এটা বিস্ময়কর, অলৌকিক ব্যাপার!’ এনডিটিভি অনলাইন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.