আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার গ্রেপ্তার এবং আমার দৃষ্টিভঙ্গি

আগুন্তক যেসব ব্লগার কে ধরা হয়েছে তারা নাস্তিক নয়, তারা ধর্মবিদ্বেষী। নাস্তিকতা আর ধর্মবিদ্বেষ এক কথা নয়। ধর্ম নিয়ে কটূক্তি কখনো বাক স্বাধীনতা হতে পারে না। কারণ, নাস্তিক হচ্ছে সে যার খোদার অস্তিত্বে বিশ্বাস নেই। তার বিশ্বাস তার কাছে।

তা নিয়ে কোন মাথা না ঘামালেও চলবে। কিন্তু কিছু নাস্তিক আছে যারা ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে। এরা নাস্তিক না। এরা ধর্ম বিদ্বেষী। অনেকে হয়তো বলবে এটা তাদের বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ।

কিন্তু আমি এতে একমত নই। কারণ কোন পুলিশ যদি হটাত আপনাকে বা আপনার প্রিয় কোন মানুষকে মারধর , গালিগালাজ করে এবং থানায় নিয়ে আপনাকে অপরাধী হিসেবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তখন আমি আপনি সবাই বলবো যে পুলিশটি তার ক্ষমতার অপব্যবহার করেছে। সে এই ক্ষমতা ভোগের যোগ্য নয়। তেমনি কেউ যদি আপনার প্রিয় কিছু এবং বিশ্বাস নিয়ে যুক্তি না দেখিয়ে/বুঝিয়ে উল্টো কটূক্তি করে তাহলে সেটাও বাক স্বাধীনতার অপব্যবহার। সে বাক স্বাধীনতা ভোগ করার যোগ্য নয়।

এটা একটা অপরাধ। তবে সরকার এদের গ্রেপ্তার না করে প্রথমে হুশিয়ারি এবং ব্লগে এদের পোস্ট মুছে ফেলার ব্যবস্থা করতে পারত এবং ভবিষ্যতে এমন করলে আইন প্রয়োগ করা হবে এমন সতর্কতা দিতে পারত। ধর্মানুভূতি সব ধর্মের জন্যই একই রকম। ইসলামের উপর আঘাত আসলে একজন মুসলিমের যেমন অনুভূতি হবে অন্য ধর্মালম্বিদের একই রকম অনুভূতি হবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু নৈতিক দিক থেকে তারা এটাকে খারাপ বলবে এবং মুসলমানরা প্রতিবাদ করলে তাকে সমর্থন করবে।

সে নিজে থেকেএর প্রতিবাদ করবে এমনটা আশা করা যায়না। অতটা উদার আমরা হতে পারিনি এখনো। একই রকম ভাবে হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙ্গা নিয়ে হিন্দুরা প্রতিবাদ করবে, শাস্তি দাবী করবে দোষীদের এবং আমরা মুসলমানরা সেটাকে সমর্থন দিয়ে যাব। আমার মনে হয় এমনটাই হওয়া উচিত। এমনটা হলেই শান্তি ফিরে আসবে দেশে।

ইসলামে কখনোই অন্য ধরমালম্বিদের উপর আক্রমণ সমর্থন করা হয়নি। কেউ যদি ধর্ম নিয়ে কটূক্তি করে( যে ধর্মেরই হোক) তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ঐসব ব্লগারদের যুদ্ধপরাধিদের বিচার চাওয়াতে গ্রেপ্তার করা হয়নি। কটূক্তি এবং বিদ্বেষ ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। আর যারা ধর্মীয় বিদ্বেষ ছরায় তারা কখনো দেশপ্রেমিক বা দেশের ভাল চাইতে পারে না।

কারণ মানুষের জন্য দেশ এবং ধর্ম দুইটাই সমান গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিদ্বেষ তাই দেশের জন্য ক্ষতিই বয়ে আনবে। হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে এইসব ধর্ম বিদ্বেষী, এবং মন্দির ভাঙ্গা, হিন্দু/ বৌদ্ধদের উপর আক্রমণকারী ধর্মান্ধ উগ্রপন্থী দের বিরুদ্ধে দাড়াতে হবে। তবেই এই দেশে শান্তি আশা সম্ভব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.