আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ এর সেরা দশ ইলেকট্রিক গাড়ি

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience ডিজেল-গ্যাসোলিনের যুগ পেরিয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছে ইলেকট্রিক গাড়ি। ২০১১ সাল ছিল ইলেকট্রিক গাড়ির স্বর্ণযুগ। বাজারে আসার পরপরই শুরু হয়েছে ইলেকট্রিক গাড়ির জয়জয়কার। এই সময়ে বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ি নিয়ে যত আলোচনা এবং অগ্রগতি হয়েছে তা সত্যিই অভুতপূর্ব। চলুন ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি ২০১১-এর সেরা ইলেকট্রিক গাড়ির শোরুমগুলো থেকে- টেসলা রোডস্টার গতি, শক্তি আর সৌন্দর্যের সমন্বয় ঘটেছে টেসলা মোটরসের এই ই-কার প্রজেক্টে।

টেসলা মোটরসের বরাবরের ঐতিহ্য গাড়ির সৌন্দর্য পুরোপুরি মেনেই তৈরি করা হয়েছে এই মোটর কার। দাম : ২৪৬০০ মার্কিন ডলার ফোর্ড ট্রানজিট কানেক্ট ফোর্ড মোটরস এই ট্রানজিট গাড়িটির নাম মিনিভ্যান রাখলেও একটি মিনি ক্যারাভানের যাবতীয় সুবিধা এই গাড়িটিতে বর্তমান। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিসিয়াল চালক প্রযুক্তি। দাম : ৪৬০০০ মার্কিন ডলার নিশান লিফ চলতি মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসছে নিশান মোটরসের বহুল কাক্সিক্ষত এই গাড়িটি। বাজারে আসার আগেই অনলাইনে ৫২ হাজার গাড়ির অর্ডার পেয়েছে নিশান মোটরস।

গাড়িটির দাম : ৩২৭৮০ মার্কিন ডলার মাত্র শেভরেলট ভোল্ট কোনো কিছুই জীবনের চাইতে গুরুত্বপূর্ণ নয়- এই স্লোগানকে সামনে রেখে শেভরেলট বাজারে আনছে শেভরেলট ভোল্টের ইলেকট্রিক সংস্করণ। আর্টিফিসিয়াল চালক প্রযুক্তিসমৃদ্ধ এই গাড়িটির সাম্ভাব্য দাম : ৪১০০০ মার্কিন ডলার জিইএম সবার জন্য গাড়ি এই মোটো নিয়ে একুশ শতকের গাড়ি হিসেবে এসেছে জিইএম। গাড়িটির প্রস্তুতকারক গ্লোবাল ইলেকট্রিক কারস। মূল্য : ৭৫০০ মার্কিন ডলার ফোর্ড ফোকাস ইলেকট্রিক গতি, শক্তির নিখুঁত সমন্বয় ফোর্ডের এই ইলেকট্রিক গাড়ি। ফোর্ড ফোকাস এমনিতেও ফোর্ডের একটি জনপ্রিয়তম ব্র্যান্ড।

এ বছরই আসছে এই গাড়ির ইলেকট্রিক সংস্করণ। সাম্ভাব্য দাম : ৫২০০০ মার্কিন ডলার ফিসকার কারমা ফিসকার ও পোরশের সমন্বয়ে তৈরি এই কার আগামী দিনের ইলেকট্রিক কারের জগতে একটি উল্লেখযোগ্য সমন্বয় হবে এটা বলার অপেক্ষা রাখে না। এতে রয়েছে ব্যাকআপ ব্যাটারি প্যাক ও গ্যাস ফুয়েল জেনারেটর। দাম : ৩২১৮০ মার্কিন ডলার মিৎসুবিশি ই-এমআইভি একটি পারিবারিক গাড়িতে সম্ভাব্য যত ধরনের সুবিধা চাই সবই আছে মিৎসুবিশির তৈরি ই-এমআইভি গাড়িটিতে। জাপানি ঘরোয়া বাজারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই গাড়ি।

দাম : ৩০০০০ মার্কিন ডলার হোন্ডা ই-ভি এ বছর বাজারে আসার কথা থাকলেও হোন্ডার ইলেকট্রিক কার প্রজেক্টের দ্বিতীয় গাড়ি হোন্ডা ই-ভি ২০১২ সালের আগে শোরুমগুলোর শোভা বর্ধন করতে পারছে না বলে জানা গেছে। এই গাড়িটির সম্ভাব্য দাম : ৩১৫০০ মার্কিন ডলার থিঙ্ক নরডিক কার মেকারসের নতুন চমক থিঙ্ক ইলেকট্রিক কার। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গাড়িটি। দাম : ২৪৬০০ মার্কিন ডলার _ম্যাশএবল অবলম্বনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।