আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীকে দেই গালি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে মাস শুরুতেই ভবানী’দার বিগড়ে থাকে মেজাজটা তার আয়ে ব্যায়ের হিসাব কষে থাকেন পেরেশান দুই তারিখেই বাড়িঅলা ঘরের ভিতর বাড়ায় গলা মুখের মধ্যে হাকিমপুরি জর্দা দেয়া পান তারিখ যখন তিন থেকে চার বাচ্চা গুলোর পড়ার টিচার আকুল হয়ে প্রশ্ন করে কেমন আছেন চাচা? ভবানী'দা রাগের চোটে আপন মনে গর্জে ওঠে ভাবতে থাকে আর কতকাল এমন ক’রে বাঁচা! বাচাঁর আশা আছে তারও আয় হলে দশ খরচ বারো যোগবিয়োগে ভবানী’দার আশার গুড়ে বালি সব জিনিসের বাড়ছে যে দাম বাড়ছে প্রেসার ঝরছে যে ঘাম মনে মনে ভবানী’দা মন্ত্রীকে দ্যান গালি গালির মত গালি থাকে মন্ত্রী কি সেই খবর রাখে? রাখলে কি আর ভবানী’দার এমনতরো হোতো? ব্যস্ত তারা আপন মনে প্রতিশ্রুতির উন্নয়নে চ্যানেল জুড়ে সেসব খবর দিচ্ছে অবিরত মনে এখন নাইতো দ্বিধা আমরা সবায় ভবানী’দা বেঁচে থাকার যাতাকলে পিষ্ট যে হই খালি সুখের কথা খুব বেশী নেই রাগের চোটে হারালে খেই যখন তখন আমরা সবাই মন্ত্রীকে দেই গালি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.