ম্যাডাম থালেদা জিয়া, আমার স্বশ্রদ্ধা সালাম নিবেন ঁঁ
আশা করছি ভালই আছেন ।
ম্যাড়াম আপনি কি আপনার বাদর (মন্ত্রী এমপি) গুলানরে আপনার চুলের উকুন বাছার কাজে নিয়জিত রাখেন ?? তানা হলে আমরা সাধারন জনগন (কিছুটা জিয়া ভক্ত পাবলিক) আপনার বাদরদের চাদ মুখ খানা ৫ বরে একটা বারও দেখিতে পাই না কেন ?? পাচ বছর পরে ৫ মি. এর দর্শন ছাড়ান দেন । ক্ষমতায় না থাকলে কি একটা মন্ত্রী জনগনের উপকার আসতে পারে না ?? সাধারনের পাশে আগে দাড়ান মানুষের কাছে আপনাদের আগে বিশ্বাস যোগ্যতা আনেন । নাইলে আমার মত অনেক পাবলিকই কস্ট করিয়া ভোট কেন্দ্রে যাবে না । জানি ইহাতে আপনাদের লোমও নড়বে না, কিন্তু আমারওতো কোন ক্ষতি নাই, মিঝ খান থেকে কস্টটা বাচলো ।
।
ম্যাডাম অনেক সময় অকেনক ছোট ছোট পাথর পাহাড় থেকে গড়ে পড়ার সময় বড় পাথরকেউ গড়িয়ে দেয় যাতে সৃস্টি হয় পাহাড় ধস ভুমি ধস । । বিষয় টা মাথায় রাখবেন !!
সব শেষে বলতে চাই ............... নাটোর ২ আসনের আপনার প্রিয় পাত্র পটল সাহেবরে নোমিনেশন না দিয়া কোন কলাগাছরে দাড়ায় দিয়েন পাস করবে । পটল সাহেব আমার জীবনে দেখা সবচাইতে বড় মিথ্যাবাদী রাজনীতিবাদ ।
। মানুষ আপনার ছেলেদের ক্ষমা করবে যদি তারা সত্যিই ভালর পথে আসেন, সাধারন মানুষের পাশে দাড়ায়, যেমনটি আপনার স্বামী করেছিলেন ।
ইতি
এইবারের নতুন ভোটার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।