আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের আমি ভুলিনি তোমায় ভুলিনি তোমার কোমল পরশ নম্র হাতে শান্তির আবাস। আমার আত্মার একটি খোরাকের যোগান দিতে তোমাকে প্রয়োজন অন্য খোরাকের আবাসন ব্যবস্থায় তোমার জায়গাটুকুও দরকার। ভাবনার দূরদেশে পাড়ি দিতে প্রয়োজন তোমার দু'নয়ন; শীতের প্রচণ্ডতায় জড়ানো বাহু গ্রীষ্মের খরতায় কোমলতা নির্ঘুম রাতে ঘুমের বাণী। আমি শুধু একটি কথাই বুঝি তোমার দিকে তাকিয়ে আছি এবং থাকবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।