মানুষ মরেনা কখনো
মনে পড়ে কি তোমার,
তোমার হাতে হাত রেখে
ইটকাঠের খাচার নগরীতে,
ঘুরে বেড়াতাম তোমার পাশে।
রিকশায় চড়ে ঘুরে বেড়ানো
দুইটি দেহ, দুইটি আত্না
অথচ একটি হৃদয়, অন্যটি হৃদপিন্ড।
মনে পড়ে কি তোমার,
সবগুলো দিবসেই দাড়িয়ে থাকতাম
তোমার আশে
শ্বেত-শুভ্র রজনীগন্ধা অথবা
রক্তলাল গোলাপ হাতে
যার রংগে রঙ্গীন তোমার ভুবন,
দুইটি আত্না, দুইটি মন
অথচ একটি রিক্ত, অন্যটি অতিরিক্ত।
মনে আছে কি ওগো,
অশান্ত এক ভালবাসায়
ভাসিয়েছিলে খেয়াতরি
শুভ্র সকাল, স্নিগ্ধ বিকেল
রঙ্গীন স্বপ্নে বিভোর যেন
দুইটি আত্না, দুইটি দেহ
অথচ একটি স্বপ্ন, অন্যটি সম্পূর্ণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।