যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
আজ ৩রা মে, তোমার জন্মদিন।
আমরা তোমাকে ভুলিনি।
আমরা কি এতোই অধম যে মাকে ভুলে যাবো!
আমরা ভুলতে পারি না।
'৭১ এ রুমীকে হারিয়ে তুমি যে অযুত-কোটি সন্তান পেয়েছো
আমরা যে সেই সন্তান গো মা।
তোমাকে ভুলে যাবো, না - একটুও না।
সোরওয়ার্দী উদ্যানে পাশে দাড়িয়ে তোমার সাথে মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলন করে যে শপথ করেছিলাম - তা থেকে এক চুলও নড়িনি।
মা, কথা দিচ্ছি - তোমার স্বপ্নের ঘাতক-দালাল মুক্ত বাংলাদেশ গড়বে তোমার সন্তানেরই -
প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ হবে,
প্রয়োজনে তোমার আরো রুমী হারিয়ে যাবে,
তারপরও বাংলার মাটিকে ঘাতক দালাল মুক্ত করবেই তোমার সন্তানেরা।
এইটুকু বিশ্বাস রেখো, এই সন্তানের উপর।
একটা ঘাতক মুক্ত দেশ গড়ার প্রতিজ্ঞাকে পুনরায় দীপ্ত উচ্চারনের মাধ্যমেই তোমার জন্মদিনকে স্মরন করবে তোমার লক্ষ-কোটি সন্মান।
(ছবি সূত্র - উইকিপিডিয়া)
একই সাথে আমার ব্লগ ডট কম এ প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।