আমাদের কথা খুঁজে নিন

   

থাবা বাবার পাপ ও আল্লামার চিন্তার দৌড়

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো দেশে এখন আল্লামাদের জয়জয়কার। তাদের কথায় সরকার উঠবস করে। আল্লামা সম্পাদকের মুখের কথায় যেকোন ব্লগার হয়ে যান নাস্তিক, প্রমান লাগে না। তবে ইসলামি এই চিন্তাবিদরা এখনো নাস্তিক আর এন্টি-ইস্লামিক এর পার্থক্য বোঝেন কিনা সন্দেহ। হেফাজতের কান্ডারী নিজেই এইসব ব্লগ পড়েন নাই বৈলা স্বীকার গেছেন বিবিসি বাংলায়।

উনি মিথ্যা বলেন না। তাই উনার কাছে আরো কিছু সত্য আশা করতেছি- নাস্তিকহননের মাধ্যমে ইসলামিক বিপ্লব হবে? আপনাদের আর কোন দাবি আছে ইসলামের প্রচার-প্রসার কায়েমের জন্য যেইটায় দেশের মানুষের উপকার হবে? এরশাদ বসানোর আগে সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস লেখা ছিল না, তখন কি বঙ্গদেশে ইসলাম থাইমা ছিল? সংবিধান পইড়া কেউ ঈমান আনে? নাকি কারো ঈমানে ঘাটতি ছিল যা সংবিধান পূরণ কইরা দিসে? ইসলাম কি সংবিধান মুখাপেক্ষি? মোটেও না। আপনাদের এই ধর্ম নিয়া রাজনীতি সংবিধান মুখাপেক্ষি। সংবিধানের সামনে পিছে ১০০বার আল্লাহর উপরে বিশ্বাস আনলেও কারো কিছুই যায় আসে না। ওই সংবিধান দিনে রাইতে নষ্ট রাজনীতিবিদদের হাতে বদলায়।

ব্যারিস্টারের কমোডের পাশে শোভা পায়। ধরেন আমি আজ রাতে ধর্মীয় উস্কানি দিতে যাচ্ছি। জ্বী ভাই। ফোন করে সরকারের যত আমলা-গামলা-পামেলা ড়েব-চিতা-কোবরা আছে তাদের জানান। ইমেইল করে বিটিয়ারসির সাইবার কেরাম ডিভিশনকে জানিয়ে দিন।

আল্লামাদের আমার নাম ঠিকানা লেখা চিরকুট হাতে দিয়ে কানে ফিসফিস করে মন্ত্রণা দিন। আমি একটি উস্কানিমূলক স্ট্যাটাস আজ রাতেই দিব। এটা বন্ধ করতে আপনি কিছুই করতে পারবেন না। ফেইসবুক বন্ধ করে দিন। ইউটিউব।

টিভি চ্যানেল। পত্রিকা। কিন্তু থামাতে পারবেন না। আমি ঘন্টায় ৫০টি উস্কানি টুইটার, গুগল প্লাস, লিংকডইনে শেয়ার করবো। ধর্মানুভুতিতে খুব আহত হয়ে আমার নামটা ৮৪ জনের তালিকায় দিয়ে দেন।

তাতে ২৪ ঘন্টায় আমার ফলোয়ারের সংখ্যা ডাবল হয়ে যাবে। আমার দেশের সামনের পাতায় আমার লেখাটা ছাপা হয়ে যাবে। যেটা করতে আমার ২৪ বছর লাগতো সেটা আপনার বুদ্ধিহীন উন্মত্ত প্রতিক্রিয়াতে মাত্র ২৪ ঘন্টায় পেয়ে যাবে একজন এন্টি-ইসলামিক ব্লগার। যেই থাবা বাবার কথা আমি চার বছর সরকারবিরোধী ব্লগিং করে একবারও শুনি নাই, তাকে বিখ্যাত কুখ্যাত করার কাজটা আপনিই করেছেন। মারা যাবার ৭ দিনে ১২০০+ ফলোয়ার বৃদ্ধি পেয়েছে কোন পোস্ট না করেই, থাবার নামে রাতারাতিই খোলা হয়েছে অনেক পেইজ.....৬টি আলাদা পেইজে মোট ১১২৩৭ জন লাইক বর্ষণ করেছে।

ওয়েল ডান। ভেরি ওয়েল ডান, মাই মুসলিম ব্রাদার্স। চিয়ার্স ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।