আমাদের কথা খুঁজে নিন

   

কালো হাতের থাবা



চর ও বনাঞ্চলের লোক শংকিত এ অঞ্চলের জনমনে আতঙ্ক। রক্তক্ষয়ী সংঘর্ষ দস্যুরা সৃষ্টি করে ত্রাস বাড়ায় চর, বন ও দ্বীপাঞ্চলে। জীবন হানী করে দস্যুরা জলে-স্থলে কত করছে অবিরত বনাঞ্চলে। দস্যুরা সব লুন্ঠন করেই চলে দিশেহারা জনতা অত্যাচারের ফলে। কৃষক কষ্ট করে ফসল ফলায় বেশির ভাগ ফসল দস্যুরা নেয়। দস্যুরা দল বেঁধে নিশান উড়িয়ে মাঠে ফসল কাটতে পড়ে ছড়িয়ে। দস্যুরা করে মোটা অংকের চাঁদা দাবী জোর গলায় বলে চাঁদা না দিলে মরবি! জেলেরা মাছ ধরার পরিবেশ পায় না দস্যুদের অত্যাচারের সীমা সয় না। মাছ বোঝায় ট্রলার লুটের ঘটনা সমুদ্রে লুটের ঘটনা ঘটছে কত না কি উপায় সমুদ্রে ও দ্বীপাঞ্চলে জনতা কি থেকেই যাবে অথৈ জলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.