এক শব্দ প্রতিবাদী, "অবিভক্ত ঢাকা চাই। । । " থাবা বাবা চলে গেছেন যা আমাদের জন্য রেখে গেলেন।
এই বীর যোদ্ধা কক্ষনো কি নাস্তিক ছিলেন কিনা তা নিয়ে দীর্ঘ দিন ধরে সামুতে যুদ্ধ চলছে।
আমি দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ করেছি নিরপেক্ষ ভাবে।
আমার বিশ্লেষণ গুলো ধারাবাহিক ভাবে তুলে ধরব।
থাবা বাবা সমগ্র -১
থাবা বাবার ফেসবুক
থাবা বাবার সামু
থাবা বাবার আমার ব্লগ
থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র
February 15 near Dhaka, Bangladesh
কোথায় কিভাবে বর্জন করতে হবে তার রুপরেখা নির্ধারন করাটা খুব জরুরী। কারন আমাদে দৈনন্দিন জীবনে কোথায় নেই তারা... একতা বাদ দিয়ে অন্যটাতে যাব, সেখানেও তাদের সেবাই নিতে হবে! আজকে যে ইন্টারনেট সেবা নিয়ে আমরা অনলাইনে আন্দোলন করছি তার মধ্যেও তো জামাতি অংশ আছে... তার মানে কি সর্ষেতে ভূত নাকি আমরা পয়সা দিয়ে নেটের বাইটস কিনছি বলে সেটা সিদ্ধ!
একটু চিন্তা করা দরকার... একটা সুনির্দিষ্ট গাইডলাইন খুব জরুরি! কারন জামাতি প্রতিষ্ঠান বলে যাদের বয়কট করবো, তার মালিকানা রাতারাতি বদলে যেতে পারে... সিম্পল শেয়ার আদান প্রদানেই মালিকানা বদলে যাবে!
তবে আমার জায়গা থেকে একতা জিনিস আমি বলতে পারি, পরিচিত জামাত সংশ্লিষ্ট পন্য ও প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে বর্জন করুন, যেমন তাদের মূল কাগজ সংগ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং ও তাদের সাংস্কৃতিক সংগঠন!
February 15
তাইলে শিরোনামহীন আর কি দোষ করলো!
February 15 near Dhaka, Bangladesh
শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর,
নব ইতিহাসে সাক্ষী রইলো
প্রজন্ম চত্বর।
স্লোগানে স্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক,
ছেলেমেয়েদের মুখেই আমার
বাংলাদেশের মুখ।
শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর,
নব ইতিহাসে সাক্ষী রইলো
প্রজন্ম চত্বর।
হাত ধরে ছেলেমেয়ে
মুক্তির গান গেয়ে,
জেগে আছে আজ প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।
শহীদ জননী দেখছেন
জাগরন প্রস্তুতি,
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতি-পুতি।
শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর,
নব ইতিহাসে সাক্ষী রইলো
প্রজন্ম চত্বর।
February 15 near Dhaka, Bangladesh
তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ
তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।
এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।
তিন মিনিটের নিরবতা হলো যুগের আঁতুর ঘর
গনতন্ত্রের অভিষেক হবে দুনিয়ায় এর পর।
তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ
তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।
এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।
শহীদ যোদ্ধা বীরাঙ্গনারা ইতিহার জুড়ে জাগে
যৌবন যায় ইতিহাস গড়ে আজকের শাহবাগে।
দূর থেকে তবু আমিও সামিল সামিল অন্যরাও,
বুড়ো সুমনের একটাই কথা আমায় সঙ্গে নাও।
তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ
তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।
এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।
February 15 near Dhaka, Bangladesh
সোজা আঙ্গুলে ঘী ওঠে না... তার জন্য চাই লম্বা চামচ! আর আলু পোড়া ঘী দিয়া খাওয়ার মজাই আলাদা!
খুব খিয়াল কৈরা!
February 15 near Dhaka, Bangladesh
আমার একজন ফেসবুক বন্ধ কিছুখন আগে একটা মন্তব্য করেছেন...
"অনেকে বলেন না, "আমার সোনার বাংলা" আগে রবীন্দ্রসংগীত, পরে জাতীয় সংগীত!! বঙ্গবন্ধুও আগে আওয়ামীলিগের, তারপরে বাঙালীর।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটা কখনই মুক্তিযুদ্ধের শ্লোগান হতে পারেনা।
তারপরে যখন "এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে" শুরু করবে, তখন কি থামাতে পারবেন?"
থাবা বাবা সমগ্র -২ আসছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।