আমাদের কথা খুঁজে নিন

   

বলতে পারো ?

...............................................................................................................................................................। ভোর হলেই দু’চোখের কোনে বৃষ্টি ঝরে সারাটা দিন যে আমার তোমাকে সাথী করে কাটাতে হবে অথচ তুমি নেই ঘুমে ছিলাম সেতো অনেক ভালোই ছিল পৃথিবী থেকে দূরে ছিলাম মোদ্দকথা তোমার থেকে দূরে ছিলাম কষ্ট ছুতে পারেনি আমাকে তোমার অমীমাংসিত চলে যাওয়া আমি কোন ভাবেই যেন মানতে পারছিনা বলতে পারো অভিমান ভেঙ্গে আবার কবে শিমুলতলায় জমবে আলাপ ?? মুখে মিষ্টি হাসি আর হাতে লাল গোলাপ। বলতে পারো আবার কবে সবুজ ঘাসে শিশিরে পা ভেজাবো একসাথে ?? আমরা হেটে যাব সুদুর পায়ে। একে যাব পদচিহ্ন, গ্যালিরিতে উজ্জ্বল কোন শিল্পীর আকা চিত্রকর্মের মত। বলতে পারো আবার কবে তোমার চিরচেনা মিষ্টি হাসি দিয়ে দুষ্টছেলের রাগ ভাঙ্গাবে ?? তুমি কি জান এখনো বিকেল হলে সেই কৃষ্ণচুড়ার তলাটি খা খা করে? বলতে পারো আবার কবে কৃষ্ণচুড়ার শুন্য কোল ভরে উঠবে ঠিক আমারই মতন ?? আমার প্রশ্নের উত্তর দিবে কবে?বলতে পারো????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.