এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ ১.
এয়ারপোর্ট যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করলাম। শালার রেন্ট-এ-কারের গাড়ির সামনেও প্রেস স্টিকার লাগানো। জিগাইলাম, গাড়িটা কার? কইলো, ইত্তেফাকের নামকরা রিপোর্টার জাহাঙ্গীর ভাইয়ের। আমারে ড্রাইভার উল্টা জিগাইলো, চিনেন নাই অহনো? আমি হা-না কিছুই বললাম না।
২.
ঢাকা শহরটা মিডিয়ার গাড়িতে ছেয়ে গেছে।
মনে আছে, রাত বারোটার দিকে চ্যানেল আই অফিস থেকে বের হতাম। আমি আর আমার শিফটের জয়েন্ট নিউজ এডিটর। ফাকা রাস্তা দিয়ে হেটে হেটে ছিনতাই ঝুঁকিপূর্ণ নাবিস্কো মোড়, মহাখালী বাস টার্মিনাল পেড়িয়ে ফ্লাইওভারের নিচে। ট্যাম্পুতে শ্যমলী। এরপর রিকসায় শেখেরটেক।
দেখতাম, আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে চ্যানেল আইয়ের স্টিকার লাগানো ঝকঝকে এসি মিনিবাস। ওটা ইনসেপ্টার।
(চলবে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।