আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে জমি বা ফ্লাট ডেভেলপার বা REHAB সম্পর্কে সাবধানবানী

নিচের টার্মস গুলো ছাড়া বাংলাদেশের কোন ডেভেলপার এর কাছ থেকে জমি বা ফ্লাট কিনবেন না: জমি বা প্লট হস্তান্তরের নিরদিস্ট তারিখ লিখিত গ্যরান্টি ডিড এর মধ্যে থাকতে হবে। জমি বা প্লট রেজিস্ট্রেসন এর নিরদিস্ট তারিখের গ্যরান্টি ডিড এর মধ্যে থাকতে হবে। উপরে উল্লিখিত তারিখ যদি ডেভেলপার মিস করেন, তাহলে, ডেভেলপার প্রতি মাস দেরির জন্য মোট মুল্যের ৫% হারে জরিমানা জমির ক্রেতা কে প্রদান করবেন। গ্রাহক গন যদি আমার উপদেশ না শুনেন, সিম্পলি বলি, পস্তাবেন, নিজের মাথার চুল ছিড়বেন শেষে। " You have been warned!!!"। নিচের অংশটুকু "অজানা আমি" র ব্লগ থেকে ডাইরেক্ট কপি-পেস্ট করা, পাঠক কে REHAB সম্পর্কে সাবধান করে: " রিহাব (REHAB) হচ্ছে real estate কোম্পানিগুলোর একটা সমিতি .আমরা দেখি যে অনেক কোম্পানি ফ্ল্যাট অথবা প্লট কেনার জন্য টাকা দেয়ার পরও তারা ফ্ল্যাট অথবা প্লট পাচ্ছে না আসলে এইটা অনেকদিন থেকে এই অবস্থা চলতেছে . ইদানিং আমরা দেখি যে সুমনা হাউজিং একটা কোম্পানি অনেক গ্রাহক থেকে টাকা নিয়ে তারা ফ্ল্যাট দিচ্ছে না. অনেককে মনে করবেন যে রিহাব (REHAB) এ অভিযোক করলে ঠিক হয়ে যাবে এবং গ্রাহক ফ্ল্যাট বুজে পাবে. কিন্তু আসলে রিহাব (REHAB) কিছুই করে না সাধারণ গ্রাহক দের জন্য . কারণ আমি আবার বলছি রিহাব (REHAB) হচ্ছে real estate কোম্পানিগুলোর একটা সমিতি . তারা কোম্পানিগুলোর সমস্যা দেখে সাধারণ কোনো গ্রাহকের না ." --আউটকাস্ট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.