আমাদের কথা খুঁজে নিন

   

ফাটল ৬৫ কারখানায়, ‘ঝূঁকিপূর্ণ’ ৬টি

এর মধ্যে ঝূঁকিপূর্ণ ছয়টি ভবনের তিনটি স্থানান্তর করা হচ্ছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ অন্য তিনটি ভবন রাজউকের পরামর্শ অনুযায়ী সংস্কার করা হচ্ছে।
বিজিএমইএ ও বুয়েটের প্রকৌশলীদের একটি দল পর্যবেক্ষণ চালিয়ে ফাটল ধরা ৬৫টি কারখানার এই তালিকা তৈরি করে।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেয়। তবে তা উপেক্ষা করেই সেখানে থাকা পাঁচটি পোশাক কারখানায় কাজ চলছিলো।


ফাটল ধরা ভবনে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগের মামলায় চার কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, রানা প্লাজা ধসের পর কোনো কারখানা ভবনে সামান্য চিড় ধরলেও স্থানীয় প্রশাসন গিয়ে তা বন্ধ করে দিচ্ছে।
“এতে করে বিশৃঙ্খলা হচ্ছে। কোনো ভবনের পিলার অথবা বিমে কোনো ধরনের ফাটল দেখা গেলে স্ট্র্যাকচারাল ইঞ্জিনিয়ারকে না দেখিয়ে এ ব্যাপারে কোনোরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। ”
রানা প্লাজার কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দায়িত্ব বিজিএমইএ নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আতিকুল ইসলাম বলেন, “শ্রমিকদের বেতন দেয়ার বিষয়টি বিজিএমইএ’র দায়িত্বের মধ্যে পড়ে না। তারপরও আমরা মনে করেছি, ক্ষতিগ্রস্ত শ্রমিক ভাই-বোনেরা এই পোশাক পরিবারেরই সদস্য। তাই স্বতঃস্ফূর্তভাবেই বিজিএমইএ এই দায়িত্ব নিয়েছে। ”
কারখানাগুলোর নথিপত্র ধংসস্তূপের নিচে চাপা পাড়ায় শ্রমিকদের তালিকা তৈরি করতে সময় লেগেছে বলে জানান তিনি।
বিজিএমইএ সভাপতি জানান, মঙ্গলবার তালিকা তৈরির কাজ শেষ হওয়ার পর রাত থেকে শুরু করে বুধবার পর্যন্ত ৫ কারখানার মোট ১ হাজার ৭৭৬ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী বেতন ও পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে।


বেতন পাওয়া শ্রমিকদের মধ্যে নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের ৭৯৭ জন, নিউ ওয়েভ বটমস্ লিমিটেডের ২৪২ জন, ইথারটেক্স লিমিটেডের ২৫৫ জন, ফ্যানটম এ্যাপারেলস লিমিটেডের ৩০৮ জন ও ফ্যানটম ট্যাক লিমিটেডের ১৭৪ জন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।