সাভার ট্যাজেডী শেষ না হতেই এবার ফাটল দেখা দিল RDA Market, রাজশাহী এ । RDA Market, রাজশাহী এ ফাটল দেখা যাবার কারনে আজ (২৬। ০৪। ১৩) দুপুরে মার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে । অনেক আগের মার্কেট হলেও কিছুদিন আগে মার্কেটের ৪র্থ তলার কাজ শুরু হয় ।
RDA মার্কেট তৈরী হয়েছিল সাহেব বাজারের এক ডোবা ভরাট করে । সাধারন মানুষ এবং সাধারন দোকানদারা বলছেন মার্কেটটির ভিত্তি ৪র্থ তলা করার উপযোগী নয় , তার পর ও ৪র্থ তলার কাজ চালিয়ে যাওয়ার দরুন মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায় এবং আজ দুপুরে মার্কেট বন্ধ ঘোষনা করা হয়।
সাধারন মানুষ এবং সাধারন দোকানদারা বলছেন মার্কেটটি ভেঙ্গে ফেলে নতুন করে মার্কেট করতে যাতে করে সামনের ঈদে কোন ধরনের দূর্ঘটনা ঘটার সুযোগ না হয়। আর অবহেলার দরুন যদি নামমাত্র রিপেয়ার করে মার্কেট চালানো হয় তবে যে কোন মুহূর্তে বিশেষ করে সামনের ঈদে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রকট। উল্লেখ্য রাজশাহীর এই RDA মার্কেটে পুরো উত্তরবঙ্গ থেকে মানুষ আসে ঈদের কেনাকাটা করতে।
তাই কর্তৃপক্ষকে অনুরোধ করা হল যাতে যথাযথ ব্যবস্থা তারা নেন। আমরা চাইনা সাভারের ঘটনা বারে বারে ফিরে আসে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।