আমাদের কথা খুঁজে নিন

   

বেস্ট অফ ব্লগার একজন আরমান

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। উৎসর্গ সামুর সকল সহ ব্লগারগন যাদের উৎসাহ ব্লগারদের পাথেও ব্লগার একজন আরমান অত্যন্ত গুনি একজন ব্লগার যার ফটোগ্রাফি এবং কবিতাগুলো অসাধারন আমি উনার ব্লগিং এবং ব্যাক্তিগত জীবনের জন্য শুভ কামনা করি । আপনার অনুমতি ছাড়া এই পোস্ট দেবার জন্য ক্ষমা প্রাথনা করছি । আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । ইনি ব্লগার একজন আরমান উনার নিজ সম্পর্কে যা বলেন আসলে আমি খিচুড়ি টাইপের ব্লগার।

আমি গল্প, কবিতা, রম্য সব ই লিখার চেষ্টা করি। আর শখের বসে তোলা ছবি দিয়েও পোস্ট দেই। অদ্ভুত রকম সুন্দর কিছু ফটোগ্রাফি যা একজন আরমান ভাইয়ের প্রতিভা এবং রুচির বহি প্রকাশ অদ্ভুত রকম সুন্দর কিছু কবিতা যা একজন আরমান ভাইয়ের প্রতিভা এবং রুচির বহি প্রকাশ অনুভূতি ------------- সময় চলে যাচ্ছে, একটু একটু করে তুমি বদলাচ্ছো, হয়তোবা আমিও বদলাচ্ছি সমান তালে, সময় চলে যাচ্ছে নিরবধী, কিন্তু কি আশ্চর্য দেখ - অনুভূতিগুলো ঠিক আগের মতই আছে, এখন বরং আরও তীক্ষ্ণই মনে হয়, মাঝে মাঝে ভাবি- এই বুঝি ফিকে হয়ে যাচ্ছে অনুভূতিগুলো, কিন্তু না তা যেন আর হবার নয়, কিছু অনুভূতি অমলিন। । শত ব্যস্ততার মাঝেও- অনুভূতিগুলো জ্বল জ্বল করে, এ বুঝি তোমাকে ভালোবাসারই- প্রাপ্তি কিংবা অভিশাপ।

। ----------- - আরমান ২০/৮/২০১২ রাত ১১:৫২:০৭ তোমাকে শোনাবো বলে ----------------------------------------- তোমাকে শোনাবো বলে লিখেছি কবিতা, কিন্তু তুমি হায় আজ কতো দূরে, কে শুনবে আজ আমার এই কবিতা? প্রতিটা শব্দ চিৎকার করে হয়তো তারাও প্রতিধ্বনিত হতে চায় - তোমার ই অন্তরে। আমার কবিতারা আজ শুধুই হাহাকার করে, কোন এক অতৃপ্তি ছুঁয়ে যায় আমায়। হয়তো তুমি শুনবে কখনও আমার কবিতাগুলো, তৃপ্ত হবে আমার হৃদয়। হাহাকার থেমে যাবে আমার কবিতাদের, সেই দিনের ই অপেক্ষায়- আমি আজও লিখে যাই কবিতা।

- আরমান ২৬/১০/২০১২ রাত ১০:৪৭:১৯ বিরহের এক সন্ধ্যা তুমি ছাড়া আরও একটি সন্ধ্যা, বড় একা একা আমি, সঙ্গী আমার পিসি। হঠাৎ কারেন্ট ও যেন- তোমার মত উধাও ! বিছানাতে গা এলিয়ে দিয়ে, শুনছি ফোনে গান। কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন জানি চোখ দুটি- ভারি হয়ে আসে আমার, মরীচিকার মত তুমি- আমার চোখের সামনে ! কখন যেন ঘুমিয়ে পড়েছি আমি, এভাবে কেটে গেলো তোমায় ছাড়া- আমার আরও একটি সন্ধ্যা। । - আরমান ২৯/০৯/২০১২ রাত ০১:৫২:১৫ ভালো থাকবেন আরমান ভাই আপনার জন্য রইল অনেক শুভ কামনা আশা করি এই পোস্টের জন্য ক্ষমা করবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।