আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোনের নতুন অফার : লং টক - জেনে নিন কোন ফাদে পা দিতে যাচ্ছেন

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! ওদের মতে, আপনি ৭.৫০ টাকায় ৩০ মিনিট কথা বলতে পারবেন যে কোনো জিপিতে। কি ওয়ার্ড লিখে ৯৯৯৯ নাম্বারে পাঠালে আপনার রেজিস্ট্রেশন হবে এবং সাথে সাথে BDT 8.63 (BDT 7.50 + 15% VAT) কেটে নেয়া হবে। রেজিস্ট্রেশনের পর আপনি প্রথম যে নাম্বারে কল দিবেন - সেটাই লংটকের আন্ডারে পরবে। এখন আপনি এই নাম্বারে ৩০ মিনিট কথা বলবেন ৮.৬৩ টাকায়। ৩০ মিনিট শেষ হলে লাইন অটোমেটিক কেটে যাবে।

আপনি যদি ১ মিনিট কথা বলেন তাও ৮.৬৩ টাকাই কাটবে। এরপর আপনি বাকি ২৯ মিনিট আর পাবেন না। মানে কথা বলার সময় ৩য় মিনিটের মাথায় নেটওয়ার্ক প্রবলেমে লাইন কেটে গেলেও আপনার ৮.৬৩ টাকা শেষ। ২য়ত, সাড়ে সাত টাকায় ৩০ মিনিট মানে মিনিটে ২৫ পয়সা। রাতে আপনি যদি মাই জোন এক্টিভেট করে কথা বলেন, তাহলে এমনিতেও ২৫ পয়সায় যে কোনো জিপিতে কথা বলতে পারবেন।

এই লং টক দিনের বেলার জন্য ভালো। যদি কল ড্রপ করার চান্স না থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.