লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

ধামইরহাটে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

আমি বাংলার...। নওগাঁর ধামইরহাটে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে প্রায় ৩ কিলোমিটার ব্যাপী এক মানববন্ধন ও গন জমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে ঘন্টাকাল ব্যাপী ধামইরহাট-নওগাঁ সড়কে এ মানব বন্ধন পালিত হয়। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রায় ৪/৫ হাজার নেতা কর্মীরা এ মানব বন্ধনে অংশ গ্রহন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সাবেক সহকারী সচিব কাজিমদার ওয়ালিউল হক, অধ্যক্ষ শহীদুল ইসলাম আ.ন.ম. আফজাল হোসেন প্রমুখ । পরে স্থানীয় নিমতলীর মোড়ে এক গনজমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সাবেক সহকারী সচিব কাজিমদার ওয়ালিউল হক, অধ্য শহীদুল ইসলাম, হুমায়ন কবির, সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদেও ফাসী দেয়ার আহবান জানান।

পরে গোলাম আজমের প্রতিকী ফাঁসী দেয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।