আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁ’র পত্লীতলায় ও ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে নিহত ২ আহত ২৫ ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি

আমি বাংলার...। নওগাঁয় কালবৈশাখী ঝড়ে দু’টি উপজেলার কমপক্ষে অর্ধশতাধিক গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেয়াল চাপায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের পত্লীতলা ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পত্লীতলা উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াৎ মোঃ রফিক জানিয়েছেন শনিবার বিকাল অনুমান ৫টার দিকে পত্লীতলা উপজেলার পত্লীতলা, নজিপুর, ঘোষনগর ও পাটিচরা ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ চারটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রাম এবং ধামইরহাট উপজেলার আড়ানগর ও ইসবপুর ইউনিয়নের ২০টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কমপক্ষে দেড় শতাধিক বাড়িঘর সম্পূর্নভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। প্রায় ৮ মিনিট স্থায়ী এই ঝড়ে বিপুল পরিমান গাছপালা উপড়ে পড়েছে। বোরো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। এদিকে দেয়ালচাপা পড়ে পত্লীতলা উপজেলার চক শ্রীপুর গ্রামের শিক্ষক মামুনুর রশিদ (৫০) এবং নাগরগোলা গ্রামের হেমু (৯) ঘটনাস্থলেই মারা গেছে।

আহত কমপক্ষে ২৫ জনকে পত্লীতলা ও রাজশাহী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সবচেয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন। এ ইউনিয়নের বৈদ্যবাটি আশ্রয়কেন্দ্র সম্পূর্নভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। নওগাঁ জেলা প্রশাসক মো: এনামূল হক জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় তাঁর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী নীতিমালা অনুসারে সাহায্য প্রদানের আশ্বাস দেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.