আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁর ধামইরহাটে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আমি বাংলার...। আরিফুল হক নওগাঁ প্রতিনিধি ঃ ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারন দাবীতে মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঐ স্কুলের এক ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে হাসান তৌফিক ইমাম নামের এক শিক্ষককে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ফলে প্রধান শিক্ষক মমতাজ বেগম অভিযুক্ত শিক্ষককে দায় থেকে মুক্তি দেওয়ার জন্য তার পক্ষ অবলম্বন এবং ম্যানেজিং কমিটির সকল সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় স্থানীয় অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য এবং ওই স্কুলের সকল শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের এই বহি: প্রকাশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ঘটনায় জানা গেছে, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান তৌফিক ইমাম কর্তৃক ওই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। উক্ত ছাত্রী প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে অভিযোগ করে। এতে ছাত্রী শিক্ষক অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে গত ৩০ নভেম্বর’১১ অভিযুক্ত শিক্ষক হাসান তৌফিক ইমামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এতে প্রধান শিক্ষক মমতাজ বেগম অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে এবং শিক্ষক পদে বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সকল প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে।

এর ফলে কার্যকরী পরিষদের সদস্যদের সাথে তার বিরোধ চরমে ওঠে। এতে স্কুলের পড়াশুনা মারাত্মকভাবে বিঘিœত হয়ে পড়ে। এক পর্যায়ে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির কোন কোন সদস্যের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়ের করে। উলে¬খ্য স্কুলের সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে সকল শিক্ষক কর্মচারীবৃন্দ প্রধান শিক্ষককে স্কুল থেকে অপসারণের দাবীতে যৌথভাবে অভিযোগ দায়ের করেন। এমনকি উক্ত প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মনগড়া নানা মিথ্যা রটনা করতে থাকে।

এর প্রেক্ষিতে পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনতে এবং স্কুলের ঐতিহ্য বজায় রাখতে স্থানীয় জনসাধারণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং তার অপসারণ দাবী করেন। এই লক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মো.রমজান আলী, সদস্য আব্দুল মুকিত কলে¬াল, তমিজ উদ্দীন, দলিল উদ্দীন,শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মতলেবুর রহমান, সাবিনা ইয়াসমিন,আব্দুস সাত্তার ,ফারুক হোসেন,রবিউল আলম,নাদিরা পারভীন,উম্মে কুলসূম,অপূর্ব কুমার,ইলিয়াস মার্ডী,প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই,মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,মাহফুজার রহমান মুকুল,বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আনম আফজাল হোসেন,ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ,মাইনুল আহসান, দুলাল হোসেনসহ স্কুলের অন্যান্য কর্মচারী এবং অভিভাবকবৃন্দ। পরে ধামইরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান শিক্ষকের এসব অনৈতিক কর্মকান্ড তুলে ধরে অবিলম্বে তার অপসারণ দাবী করে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মো. রমজান আলী।

ম্যানেজিং কমিটির জনৈক সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে মারপিট করে মোবাইল ফোন কেড়ে নেয়ার যে অভিযোগ করা হয়েছে সংবাদ সম্মেললে সেটি সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.