আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত ইতিহাস

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার; সে অনেককাল আগের কথা... এক দেশে বাস করত এক রাজা। প্রাচুর্যে ভরপুর এক রাজ্য। হঠাত একদিন রাজার খেয়াল জাগলো সমগ্র পৃথিবীর পরিপূর্ণ ইতিহাস জানবেন। তিনি তার সমস্ত সভাসদ আর পন্ডিতদের ডাকলেন। পৃথিবীর ইতিহাস জানার জন্য তিনি পন্ডিতদের যা কিছু দরকার সব যোগাড় করতে বললেন।

বিভিন্ন রাজ্য থেকে আরো অসংখ্য পন্ডিত অসংখ্য বই নিয়ে হাজির হলেন। দেখতে দেখতে রাজ্যের বিশাল লাইব্রেরী অসংখ্য ইতিহাসের বইয়ে ভরে গেলো। রাজা বইয়ের স্তুপ দেখে বুঝলেন এত বই তার এক জীবনে তিনি পড়ে শেষ করতে পারবেন না। তিনি তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। বললেন মন্ত্রী আপনি সবচাইতে পন্ডিত ব্যক্তিদের দিয়ে এই সমস্ত বই ঘেটে পৃথিবীর পূর্ণ ইতিহাস সংক্ষেপে লিখতে বলুন যাতে আমি অল্প সময়ে পড়ে সবকিছু জানতে পারি।

রাজার আদেশে দেশের সমস্ত পন্ডিত এবং অন্যান্য রাজ্যের অসংখ্য পন্ডিত নিয়ে একটি কমিটি গঠণ করা হলো। তারা প্রায় ২০ বছর অমানুষিক পরিশ্রম করে সমগ্র পৃথিবীর যত বই আছে এবং যত জাতির যত ইতিহাস আছে সব অত্যন্ত সংক্ষেপে অর্থাৎ সেসব জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলিগুলো শুধু লিপিবদ্ধ করলেন। এই সমস্ত ইতিহাস যখন একত্র করা হলো দেখা গেল সমগ্র লাইব্রেরির ইতিহাস তারা ১০০০ পৃষ্ঠার মাত্র ১০০ টি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছেন। পন্ডিতদের প্রধান তখন রাজার সাথে দেখা করে একথা জানালেন। এদিকে রাজার বয়স হয়েছে।

তিনি পন্ডিতকে জানালেন রাজকার্য,রাজপুত্র-রাজকন্যা,রাণীকে সময় দেয়ার পর ১০০ টি বড় বড় বই পড়ে তার পক্ষে পৃথিবীর ইতিহাস জানা সম্ভব না। কাজেই পন্ডিতদের আরো সংক্ষেপে পৃথিবীর ইতিহাস লিখতে হবে। অবশেষে আরো ৫ বছর খাটাখাটনি করে তারা পৃথিবীর ইতিহাস ১০ টি বইয়ের মধ্যে নিয়ে আসলেন। কিন্তু ততদিনে রাজা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লেন। ১০ টি বই পড়ার মত শারীরিক অবস্থা তার ছিল না।

কাজেই পন্ডিতদের আবারো ডেকে পাঠালেন তার প্রধানমন্ত্রী। তার নির্দেশে তিন মাসের ভিতরে ১০ টি বই থেকে ইতিহাস ১ টি বইয়ে নামিয়ে আনলেন যেখানে শুধুমাত্র কবে কোন রাজ্যের সাথে কার যুদ্ধ হয়েছে,জয়ী রাজাদের তালিকা,পরাজিতদের তালিকা এবং বিভিন্ন রাজাদের স্তাপত্য কীর্তি ইত্যাদি প্রধান বিষয়গুলো স্থান পায়। কিন্তু এতদিনে রাজা মৃত্যুশয্যায়,তার সময় শেষ হয়ে এসেছে,মৃত্যুশয্যায় প্রধানমন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন তার পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস তৈরি হয়েছে কিনা...প্রধানমন্ত্রী একমাত্র বইটি দেখিয়ে বললেন,“হয়েছে রাজামশাই”। রাজা বললেন, “আমার সময় শেষ হয়ে এসেছে...আমার বোধহয় আর পৃথিবীর ইতিহাস জানা হলোনা”। তখন মন্ত্রী রাজাকে বললেন, “রাজামশাই আপনি যদি সত্যি সবচেয়ে সংক্ষেপে পৃথিবীর ইতিহাস জানতে চান তবে আমি এক বাক্যে আপনাকে সেটা বলে দিতে পারি।

আপনি কি শুনতে চান??” রাজা বললেন, “ঠিক আছে মন্ত্রী বল তোমার সংক্ষিপ্ত ইতিহাস,এর জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি”। মন্ত্রী জবাব দিলেন, “মানুষ জন্মেছে,দু;খ পেয়েছে,মারা গিয়েছে” এটাই হল পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত ইতিহাস...... (অনেক ছোটবেলায় কোন এক কারণে আমার মন খুব খারাপ হয়েছিল [সম্ভবত মায় ব্যপক ঝাড়ি দিসিলো আমারে]...বাপ তখন এই গল্পটা বলেছিল...এই গল্পের সোর্স জানি না...কাজেই আগে এটা কেউ পড়ে থাকলে তার সময় নষ্ট করার জন্য ক্ষমাপ্রার্থী) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.