জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা প্রথমটা এখানে (আমি লিঙ্ক দিতে পারিনা এটা হলো কিনা জানিনা )
বাকবাকুম শেষ হয়েছে ? থুক্কু এ তো শেষ হওয়ার নয় । আপাতত একটু ক্ষান্ত দিন আমরা এগিয়ে দেখি সামনে কি আছে ।
এখানে দেখুন বাঙ্গলার লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ।
আপনার ভ্রমন সাথীদের মধ্যে যদি ডিজুস জেনারেশন থাকে তাহলে তাদেরকে বলুন একতারা বাজাইও না দোতারা বাজাইও না ----------একদিন বাঙ্গালী ছিলাম রে গানতো তোমরা গাও কিন্তু একতারা চেনো ? বাউল চেনো ? ঐ দেখো ।
এখানে সদ্য স্কুলগামী সদস্যদের দেখিয়ে দিন জাতীয় ফুল, পাখী, ফল, মাছ এবং পশু সাথে জাতীয় কবি ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও আছেন
দেয়ালে আকা বাংলার ঐতিহ্য ঢেকী ও যোয়াল কাধে হাল চাষে বলদ
এখানে আছে কিছু কটেজ যেখানে থাকার ব্যবস্থা ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে ।
এখানে কটেজের সামনের দিঘীর বাধানো পাড়ে বিশ্রাম রত কিছু সত্যিকারের হাস ।
এবার আর কৃত্রীম ফুলের তোরন নয় আসল ফুল 'বোগন ভিলিয়ার' ছড়ানো আবির গায়ে মেখে রঙ্গীন মন নিয়ে আমরা সামনে এগোই ।
হাটতে হাটতে যদি মোয়াজ্জিনের নামাজের আমন্ত্রন শ্রুতিগোচর হয় তাহলে এখানে নামাজ পড়ে নিন ।
ওহ্ হো নামাজ পড়তে গেলে ওজু করতে হবে না ? তাহলে এইদিক দিয়ে গিয়ে
এখানে সামনেই সিড়ি আছে ঘাটে নামার জন্য এখানে ওজু করে নিন
নামাজ পড়া শেষ হলো ? এখন যদি আপনার মাথায় বিশ্ব ভ্ম্রান্ড, সৃষ্টি, মহাবিশ্বের চিন্তা মাথায় জাকিয়ে বসে পৃথিবী কত বড় সূর্য তার তুলনায় কত বড় কিন্তু সূর্য যাকে কেন্দ্র করে ঘুরছে সেটা কত বড়, মহা বিশ্ব কত বড় তাহলে তার তুলনায় তো পৃথিবী একটা বালি কনার চেয়েও ক্ষুদ্র ইত্যাদি হাবিজাবি না ভেবে বরং এখানে একটু ঢু মেরে যান ।
(এটা নভো থিয়েটার)
বাবু সোনারা তোমরা একটু এদিকে এসোতো তোমাদের জন্য এ জায়গাটা তোমরা কিছুক্ষনের জন্য এখানে পেঙ্গুইন হয়ে যাও ।
আপনাদের দার্শনিক ভাবনার অবসান হয়ে যদি পার্থিব ভাবনা মাথায় জেকে বসে তাহলে এখানে একটু আসুন আমরা আপনাদের জন্য পসরা সাজিয়ে আপনাদের সেবায় সেবায় নিয়োজিত। ( ফেলো কড়ি মাখো তেল আমি কি তোমার পর ?)
এখানে একটি দ্বীপ আছে কাঠের ব্রীজ দিয়ে যেতে হয় এখানে বসার ব্যবস্থাও আছে টবে সাজানো ফুলের নীচে বসেও হয় গল্পে নয় স্বপ্নে বিভোর হওয়া যায় ।
এইখানে আপনাদের জন্য কিছু দৃশ্য ।
আজ তবে এইটুকু থাক বাকি কওথা পরে
হওবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।