আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ে এলাম স্বপ্নপুরী ছবি ব্লগ ১

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা গতকাল একটি পিকনিকের দাওয়াত রক্ষায় স্বপ্নপুরী যাওয়ার সুযোগ হয়েছিলো । এই থিমপার্কটি আসলেই স্বপ্নপুরী । এখানে দুজন পরী আপনাকে স্বপ্নের দেশে স্বাগতম জানাতে উপহার নিয়ে অপেক্ষা করছে । এখানে পরীস্থানের রাজকুমার এসেছেন আপনাকে স্বপ্নের দেশে নিয়ে যেতে । এখান থেকে টিকেট কেটে ঢুকে পড়ুন স্বপ্ন রাজ্যে ।

ঢুকতেই প্রথমে চোখে পড়বে পথের দুপাশে কিছু দেওয়াল ম্যুরাল । তারপর যতই এগুতে থাকবেন স্বপ্ন ততই গভীর হতে থাকবে । পথের দুপাশে কেয়ারী করা ঝাউগাছ, মাসুন্ডা ফুলের ঝোপ এখানে রয়েছে ফুল শয্যার আয়োজন (তবে সত্যি সত্যি আবার শুয়ে পড়ার চেষ্টা করবেন না যেন । নেহাত ইচ্ছে হলে ছবি তুলে এনে বেডশীটে ছাপিয়ে নিতে পারেন) রঙ বেরঙ এর জিনিয়া ফুলের মনোলোভা বেড । এখানে আছে আকাবাকা কেয়ারী করা ফেন্সিং এর ভিতর কিছু ফুলশয্যা ।

চলতে চলতে হঠাৎ যদি বিনা মেঘে বর্ষন শুরু হয়ে যায় তাহলে কোথায় যাবেন ? শুনেছি ব্যাঙেরা নাকি কচু পাতার তলায় আশ্রয় নিতো। আমাদেরও যদি এমন আশ্রয় জুটে যায় তাহলে কেমন হয়? মাইন্ড করলেন ? ব্যাঙ হতে আপত্তি ? আচ্ছা ঠিক আছে তাহলে ভিজুন পরে সর্দি কাশি হলে কিন্তু দোষ দিতে পারবেন না। এখানে রাজহাস গুলি ফুলের টব হয়ে অপেক্ষা করছে কবে ফুটিবে ফুল । পুষ্প তোরনের নীচ দিয়ে হেটে যেতে কেমন লাগবে ? নিজেকে রাজকুমার/রাজকুমারী মনে হবে নিশ্চয়ই ? স্বপ্নের রাজ্যে একদিনের জন্য না হয় হলাম রাজকুমার/রাজকুমারী । তাহলে চলুন এই তোরনের নীচ দিয়ে হেটে যাই ।

হাটতে হাটতে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে আসুন এই জায়গা গুলিতে বসে কিছু শীতল হাওয়ার পরশ নেই আর সামনের এই নয়নাভিরাম দৃশ্যগুলি উপভোগ করি । দিঘীতে পা ডুবিয়ে বসে কপোত কপোতীরা যদি বাকবাকুম করতে চান তাহলে এই সুন্দর কারুকার্য্যময় ঘাটটি আপনাদেরই । ঘুমিয়েই থাকুন উঠবেন না যেন অচিরেই আরো স্বপ্ন সম্ভার নিয়ে হাজির হবো ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।