উড়ে এসে জুড়ে বসে,
চুমু দিয়ে গালে।
বৃষ্টিরা আছে আজ,
আদরের তালে।
বৃষ্টির দেয়া চুমু,
হাত পেতে নিয়ে।
আমিও কম নই,
গাল পেতে দিয়ে।
ছুঁয়ে ছুঁয়ে চুঁইয়ে পরা,
নিষ্পাপ জলে।
তোকে ভালোবাসি ছেলে,
আমাকেই বলে।
তোর লাগি এত পথ,
পাড়ি দিয়ে আসা।
পিছে ফেলে আকাশটা,
ঘর বাড়ি বাসা।
আকাশটা গর্জনে,
করেছিলো মানা।
আকাশ কন্যা দূরে,
যেতে পারবেনা।
শুনেনি সেসব কথা,
আকাশের মেয়ে।
ভালোবাসা থামে নাতো,
কারো ভয় পেয়ে।
আমাকেই পেতে দিবো,
এই বুকে বসো।
অন্তরে ঠাঁই দিবো,
রানী হবে এসো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।