আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ দেখবে, যেভাবে আকাশ দেখে

পার হয়ে যাই তালুকদারের বাড়ি

কা. ব.-কে আকাশ দেখবে, যেভাবে আকাশ দেখে গৃহত্যাগী মানুষ? ফুল ফোটাতে ফোটাতে এতদূর আনলে এ-জীবন যে-জীবন তুমি আমাকে দিতে চেয়েছিলে আকাশ দেখাতে, জীবন দেখাতে আমি যদি তোমাকে আজ চশমা পরাই তুমি কিন্তু হাসবে না— না, তুমি কাঁদতেও পারবে না, কথা দাও ছোটবেলায় ঘুরন্ত লাটিম উঠিয়ে নিতে পারতাম হাতের তালুতে । চেষ্টা করলে আজও পারি, দেখাবো? দেখে যদি তুমি খুশি হও আলো-হারা জীবন দেখাতে যদি আজ মাটিছাড়া লাটিম ঘোরাই তুমি কিন্তু হাসবে না, কথা দাও শোনো, পাপ দেখবে, যেভাবে পাপ দেখে মানুষের অর্ধেক জীবন? পাপ দেখাতে, অর্ধেক জীবন দেখাতে তোমাকে যদি আজ গৃহত্যাগী বোষ্টমি সাজাই তুমি কিন্তু কাঁদতে পারবে না, কথা দাও


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।