[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] আকাশ, অরণ্য, বিকেল অথবা নদী - কেউ নয়... [/আন্ডার] [/রং]
অন্য আকাশ
এ আকাশ, এ অনন্ত বিসতৃতি- তোমাকে আর ফেরাতে পারেনা!
এই মেঘ- এই সারল্য -
এই শুভ্র উদার আসামান্য অনুভবের বয়ে চলা-
সেও আজ - তুচ্ছ খুব
বড়ো বেশী আবেদনহীন-
তোমার হৃদয়ে ।
এই গাছ, এই অরণ্য তোমাকে আর- ফেরাতে পারেনা।
এই দীঘি, এই ছায়াতল
এই অপরূপ দক্ষিনা বাতাসও আজ
বড়ো বেশী তুচ্ছ -
বড়ো বেশী আবেদনহীন-
তোমার হৃদয়ে।
এই মাঠ, এই দীর্ঘ বিকেল তোমাকে আর - ফেরাতে পারেনা ।
এই কলাবতী ঝাড়, এই ক্রিসেনথিমাম
এই অপরূপ রজনীগন্ধা- দোপাটিয়াও আজ
বড়ো বেশী তুচ্ছ-
বড়ো বেশী গন্ধহীন
তোমার অনুভবে।
এই মন, এই দীর্ঘ মদির কবিতার কথামালা
তোমাকে আর ফেরাতে পারেনা।
এই ডাক, এই আকুলতা
এই অন্তহীন গেঁথে চলা শব্দের
অপরূপ বিন্যাসও আজ-
বড়ো বেশী তুচ্ছ-
বড়ো বেশী অকারণ- আপ্লুতা
তোমার দুচোখে ।
এভাবেই আকাশ,অরণ্য, বিকেল অথবা নদী-
কেউ আর পারেনি আগের মতো সাবলীল, নিরবধী...।
যে রাতে বৃষ্টি নামে- আকাশ তীব্র আঁধার-
সেই রাত্রির কান্নাভেজা সব গান-আর
অঝর বৃষ্টির অন্তহীন- ব্যাকুলতাও
কি আশ্চর্য্য-
তোমাকে আর- ফেরাতে পারেনা!
কিছুতেই নয়..... কোনভাবেই আর 'না' !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।