আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ আমায় ভরল আলোয়ঃ বান্দরবানের আকাশ--ছবি ব্লগ

নিশীথ রাতের বাদল ধারা

সম্প্রতি অনেক ব্লগার বান্দরবান নিয়ে অসাধারণ সব ছবি ব্লগ লিখেছেন। আমি সে পথ মাড়ানোর ধৃষ্টতা করছি না। আমরা কয়েক বন্ধু মিলে দুদিন আগে ঘুরে এলাম সবুজে ঘেরা পাহাড়ের কোল আর মেঘের মেলায়। শরতের আকাশ এমনিতেই ঝকঝকে। বান্দরবানের দূষনহীন বাতাবরণ কি যে অপরূপ তা ভাষায় প্রকাশের ক্ষমতা এই অধমের নেই।

খুব বিষন্ন মন নিয়ে গিয়েছিলাম, মোহময় প্রকৃতি তার অপার স্নেহে মনকে নির্ভার করে দিয়েছে। আমার বিস্মিত মুগ্ধতার কারণ আকাশের নানারূপ। আমার ক্যামেরা এই সৌন্দর্যের প্রতি তেমন সুবিচার করতে পারেনি। যাইহোক দীর্ঘ উপক্রমণিকার পরিশেষে সবিনয় নিবেদন, ঘুরে আসুন সদলে সপরিবারে--সচেতন ও বিচক্ষন পর্যটন ওখানকার পর্যুদস্ত অর্থনীতিকে সহায়তা দেবে, আর আপনার পর্যাকুল মনকে দেবে প্রযত প্রশান্তি। পাহাড়ি আর বাঙালীর শর্তবিহীন সেতুবন্ধ।

মিলনছড়ার মঘবতী রাজেন যেখানে। চিম্বুকের চিদম্বর। নীলগিরির নীলিমা। শৈলপ্রপাতের সজলধারা আর আকাশের সন্ধিত যুগলবন্দী। নীলাচলের নয়নাভিরাম নৈসর্গ।

সন্ধ্যায় সিদ্ধার্থের শাশ্বত শম-আশ্রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।