আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সেরা ৫ টি ডকুমেন্টারিঃ ডাউনলোড লিংক সহ

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে যেকোন ডকুমেন্টারি মুভিই মুভি প্রেমিকদের আগ্রহ জাগায়, জীবন ভিত্তিক, বাস্তব কাহিনী নিয়ে সত্য ঘটনা উঠে আসে বলেই এই মূল আকর্ষণ। এর বাইরে বিজ্ঞানের নানা বিষয়ে অতীত-ভবিৎষতের রুপরেখা এতে আসে বলে এই জেনারের প্রচুর ভক্ত। এই পোষ্টে ক্রিটিক, রিভিউয়ার ও দর্শক বিচারে বিশ্বসেরা ৫ টি ডকুমেন্টারির নাম, কাহিনী সংক্ষেপ ও ডাউনলোড লিংক দিলাম। ক্রমঃ ৫ Last Train Home (2009) চাইনিজ এই ডকুমেন্টারিতে বিদেশে ইমিগ্র্যান্ট চাইনিজ পরিবারদের নিয়ে। প্রতি বছর চাইনিজ নিউ ইয়ারের সময় লক্ষ লক্ষ চাইনিজ পরিবার চীনে যায়।

সেরকম এক পরিবারের সাথে চলতে থাকে মুভিটি। ইংরেজী সাব-টাইটেল সহ স্টেজভ্যু লিংক ক্রমঃ ৪ Waste Land (2010) এটি ব্রাজিলিয়ান ডকুমেন্টারি। এক শিল্পী কিভাবে সমাজকে বদলাবার প্রত্যয় নিয়ে কাজ করে, সে নিয়েই এই কাহিনী। দুইখন্ডে মেগাআপলোডের লিংকঃ পার্ট-১ পার্ট-২ ক্রমঃ ৩ Deliver Us From Evil (2006) সত্তুর এর দশকে শিশু যৌন নির্যাতনকারী আমেরিকান পাদ্রী ফাদার অলিভার ও'গ্রেডিকে নিয়ে এই ডকুমেন্টারি। প্রশাসন ও চার্চ মিলে কিভাবে এসব ঘটনাকে ধামাচাপা দিয়েছিলো তার বিস্তারিত আছে এতে।

স্টেজভ্যু ডাউনলোড লিংক ক্রমঃ ২ Taxi to the Dark Side (2007) আফগানিস্হানে আমেরিকান সৈন্যদের নির্যাতনের কাহিনী নিয়ে এই মুভি। এক নিরীহ ট্যাক্সি ড্রাইভার কিভাবে নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যু বরণ করে সে নির্মম ঘটনা এসেছে এই মুভিতে। ২শেয়ারড ডাউনলোড লিংক ক্রমঃ ১ Man on Wire (2008) ১৯৭৪ সালে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর থেকে তারের উপর দিয়ে কোন ধরণের সাহায্য ছাড়াই (হাতে ব্যালেন্স রড ছিলো) পাড়ি দিতে যাওয়া ফিলিপ পেটিট এর বিখ্যাত কাহিনী এটি। স্টেজভ্যু লিংক -------------- ২০১২ এর সম্ভাব্য হিট মুভিগুলো সম্পর্কে জানতে দেখুনঃ ২০১২ সালে যে মুভিগুলো দেখতে ভুলবেন না!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.