আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর থলিতে কয়টা ডিগ্রী জমল, সেটি গুনে দেশের মানুষের কোন উপকারটা হল শুনি.........!!!!!

A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man আমাদের হাসিনা আপার খুব পছন্দের এবং সবচেয়ে আকাংখিত বস্তু হল দেশে বিদেশে ডিগ্রী হাসিল করা। এ বছরও মনে হয় দুইটা কামাই করে ফেলছে। গতবার ক্ষমতায় এসেও উনি যতদুর মনে পড়ে ২০//২২টা ডিগ্রী কামাই করেছিলেন। যদিও ক্ষমতা ত্যাগের পর উনার এই ডিগ্রী লাভের রেট/হার কমে শূন্যের কোঠায় নেমে এসেছিল। এবার ক্ষমতায় এসেও সে রেট বাড়ানো সম্ভব হয়নি। উপরন্তু কোথাকার কোন সুদের ব্যাপারী নোবেল হাসিল করে ফেল্ল। বুবুর আক্ষপের শেষ নাই। বাকি দুই বছরে আর কয়টা ডিগ্রী উনার থলিতে জমা পড়ে সেটি দেখার অপেক্ষায় থাকলাম। না জানি কবে শুনব বুবু নোবেলটাও পেয়ে গেছেন!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.