আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ৫৫ টাকায় বৈধ ভাবে পাওয়া যাচ্ছে ফেন্সিডিলের নব সংস্করণ !!!

Student : B.Sc in EEE ফেন্সিডিলের বিকল্প এখন ডেক্স(!)টিন। সঙ্গতকারনে ডেক্স(!!!)টিন শব্দটির মাঝখানের অক্ষরটি গোপন রাখা হল, কেননা এতে করে এই নব্য ফেন্সিডিলের প্রচার-প্রচারনা হবে। ফলশ্রুতিতে কৌতুহলী অনেক নতুন পাবলিকের ইহা খাইতেও ইচ্ছা জাগতে পারে। এই জন্যই এই নব্য ফেন্সিডিলের মূল নামের মাঝের একটি অক্ষরটি গোপন রাখলাম [ডেক্স(!!!)টিন]। ফেন্সিডিলের সাথে ডেক্স(!!!)টিনের মূল পার্থক্য হলো ফেন্সিডিল খুবই সুস্বাদু আর ডেক্স(!!!)টিনের স্বাদ খুবই বিস্বাদ।

কিন্তু ফেন্সিডিল আর ডেক্স(!!!)টিন দুটোই একই রকম নেশার আমেজ সৃষ্টি করে। শারিরিক ক্ষতি সৃষ্টির কাজে দুটোই একই রকম মারাত্বক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। ফেন্সিডিলের ১ বোতলের দাম অনেক প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা ,অন্যদিকে ডেক্স(!!!)টিনের ১ বোতলের দাম মাত্র ৫৫ টাকা। অথচ ১ বোতল ফেন্সিডিলের সৃষ্ট নেশার আমেজ আর ১ বোতল ডেক্স(!!!)টিনের সৃষ্ট নেশার আমেজ একই রকম। অথচ এই নব্য ফেন্সিডিল অর্থাৎ ডেক্স(!!!)টিনটি সহজেই পাওয়া যাচ্ছে প্রায় প্রত্যেকটি ঔষধের দোকানে ।

অর্থাৎ এখন মাত্র ৫৫ টাকায় বৈধ ভাবে পাওয়া যাচ্ছে ফেন্সিডিলের এই নব সংস্করণটি । সরকারের কাছে অনুরোধ জানাই, অতিশীঘ্রই যাতে ফেন্সিডিলের এই নব সংস্করণটি সকল ঔষধের দোকান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা নেয়া হউক এবং ফেন্সিডিলের এই নব সংস্করণ ডেক্স(!!!)টিনকে নিষিদ্ধ করা হউক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.