আমাদের কথা খুঁজে নিন

   

আসিবে ফিরিয়া; একদা?

আসবে বলে আছি আশায়...! কাহার লাগিয়া চিত্তে জাগিল কি নিধারুন ব্যথা বুঝাতে পারিনু তাহারে দেখাতে পারিনু ক্ষতা একলা নিরলে চুক্ষু ভিজাইয়া বক্ষ চর্ম তলে হাজারো ব্যথা লুকাইয়া স্বপন আকিঁ, ভেজা চুক্ষু দিয়া আশা বাধিঁ, ব্যথিত বক্ষ নিয়া হয়নি কভু তার, বুঝ ক্ষমতা দহন জ্বালা রয়ে কতখানি যাব ক্ষয়ে? সবার মাঝে আধাঁরে লুকাইয়া যাইব আধাঁরে হারাইয়া আসিয়া একদা; বলিবে সে কথা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।