আমাদের কথা খুঁজে নিন

   

আসিবে ভালবাসা

কলপনার মাঝে ভেসে আছি

চারিদিকে অন্ধকার ঝাপসা কুয়াশা এখুনি নামবে অমানিশা, দূরদূরান্তে বেহুশের এই পথচলা থামবে না, যতোক্ষন না আসবে ভালবাসা। ভোরের কোকিল একটানা ডেকে যাবে নিরবতার ক্ষোভ শুধু বয়ে নিবে প্রভাত থেকে নামবে রাতের ঘনঘটা দূরত্ব যতই হোক কেটে যাবে সকল কাটা। নিরবিচ্ছিন্ন জলপ্রপাত ক্ষনে ক্ষনে কেপে উঠবে হতাশায় বুনা মন কেঁদে বুক ভাসাবে, বেদনাকাতর সকল জ্বালার অবসানে, ঘটবে মুক্তি ভালবাসি বলে যখোনি দেখাবে, অজস্র যুক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।