আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসিবে

লিখি বহু বছর আগে দেখা এক পল্লী বধূর কথা মনে হল, কল্পনায় দেখতে পেলাম সেই সুই সুতো দিয়ে লেখা দরিদ্র কিষাণীর মনের অভিমান, তার কথা। মাটির ঘর। মুখ ফুটে তার মনের কথা বলা হয় না। শুধু দেয়ালের গায়ে পাতলা কাচে বাঁধাই করা থাকে.. .... আমার চলিয়া যাবার দিনে তুমি আসিবে আমাকে ক্রন্দিত নয়নে প্রথম ভালবাসিবে চলিয়া যাবার আগে আগেই আমাকে পড়িবে তোমার মনে হাতেতে হস্ত রেখে তুমি হবে আমার জীবনে আমার বিদায় ক্ষণে হাত খানি ধরিয়া থাকিবে তুমি যেতে নাহি দিতে চাও, এই মোরে বলিবে ফের তুমি ... --- ড্রাফট ০.৫ / এ টুকুই মনে এল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।