আগে নিজেকে পরিবর্তন করুন তবে দেশ পরিবর্তন হবে
পাইনি আজও দেখা তোর
বল্ তুই কবে হইবি মোর,
তোরে ছাড়া যে এ জীবনটাই
চির অন্ধকার ঘোর।
কোন্ দূরে তুই আছিস বল্
আমাকেও সেইখানে নিয়ে চল্..... পাইনি আজও দেখা তোর
বল্ তুই কবে হইবি মোর,
তোরে ছাড়া যে এ জীবনটাই
চির অন্ধকার ঘোর।
কোন্ দূরে তুই আছিস বল্
আমাকেও সেইখানে নিয়ে চল্..
আমি শুধু দু'চোখ ভরিয়া দেখিতে চাই
যাহা আমি কখনও দেখি নাই..
তোরে দেখিবার তরে
তৃষিত আমার সমস্ত মন,
বল্ কবে আসিবে সেই
চিরসুখের ক্ষণ।
সারাক্ষণ ভাবিয়া মরি
তুই আসিবি কবে,
কবে সেই চিরকাঙ্ক্ষিত
মিলনমেলা হবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।