বিশ্বের প্রধান তিন টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান একতাবদ্ধ হয়েছে “গুগোল টিভি” উৎপাদন করার জন্য। ইতোমধ্যেই পরিকল্পনা হয়েছে “গুগোল টিভি” কে প্রদর্শন করা হবে, ১০ই জানুয়ারী ২০১২ থেকে ৪দিনব্যপী লাসভেগাসে শুরু হতে যাওয়া International Consumer Electronics Show (CES) 2012 এ । এটি বিক্রী করা হবে যার সাথে থাকবে বাড়তি কিছু যন্ত্রপাতি যেমন কী-বোর্ড, গেমিং প্যাড ইত্যাদি। সনি টিভি এর ভাইস প্রেসিডেন্ট Brian Siegel “গুগোল টিভি” বিক্রীর ব্যপারে বেশ উৎসাহী। দক্ষিন কোরিয়া ভিত্তিক এলজি কয়েক সপ্তাহ আগে “গুগোল টিভি” কে প্রথম পরিচয় করিয়ে দেয়ার কাজটা করে। এবং এ নিয়ে নতুন পরিকল্পনা গুলো বলা হবে “সি এস ই ২০১২” মেলাতে। গুগোল টিভির ভাইস প্রেসিডেন্ট Mario Queiroz মতে, আপনি গুগোল টিভি দ্বারা ৮০হাজার চলিচ্চিত্র এবং টিভি ধারাবাহিকগুলো দেখতে পারবেন। “গুগোল টিভি” এটি নতুন ধরনের সেবা যাকে আপনি গুগোল ক্রোম এর সাহায্যে ইন্টারনেট এর সাথে যুক্ত করতে পারবেন। এতে রয়েছে ১৫০ টি এপ্লিক্যাশন যাতে উপভোগ করা যাবে সব ধরনের ডিজিটাল উপাদান সেই সাথে আন্তজার্তিক টিভি চ্যানেলগুলোও দেখতে পাবেন ফ্রী বা পে করে [দামটা উল্লেথ করলাম না ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।