আমাদের কথা খুঁজে নিন

   

আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে?

ডা: শাহরিয়ারের পোষ্ট এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন। শিশুর বেড়ে ওঠার কতগুলি ধাপ বা Milestones দেখে বুঝবেন শিশুটি ঠিক ভাবে বেড়ে উঠছে, ২ মাস বয়সের শিশু হাসতে পারে, বাবা মার দিকে তাকাতে পারে, মুখের ভেতর নিজের হাত নিজেই ঢোকাতে পারে, শব্দের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, এলোমেলো শব্দ করে, মাথা উচু করতে পারে, চলমান বস্তু চোখ দিয়ে অনুসরন করতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ২ মাস বয়সের শিশুটি জোরে শব্দ হলেও নজর না দেয়, , চলমান বস্তুকে চোখ দিয়ে অনুসরন না করে, না হাসতে পারে, মাথা উচু করতে না পারে। ৪ মাস বয়সের শিশু খেলতে পারে, ক্ষুধা, ব্যাথা বা ক্লান্ত হলে ভিন্ন ভিন্ন ভাবে কাদতে পারে, হাত দিয়ে খেলনা ধরতে পারে, বাবা মাকে চিনতে পারে, উপুর করে দিলে থাকতে পারে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৪ মাস বয়সের শিশুটি মাথা উচু করতে না পারে, এলোমেলো শব্দ না করে, চলমান বস্তুকে চোখ দিয়ে অনুসরন না করে।

৬ মাস বয়সের শিশু আয়নায় নিজেকে চিনতে পারে, শব্দের অনুকরন করার চেষ্টা করে, সব কিছু মুখে দেবার চেষ্টা করে, নিজে থেকেই উপুর হতে পারে, দুহাতে ধরে দাড় করে দিলে লাফানোর চেষ্টা করে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৬ মাস বয়সের শিশুটি কোন কিছু ধরতে না পারে, উপুর না হয়, হাত পা সবসময় শক্ত করে রাখে, হাত পা নিজে থেকে নাড়াতে না পারে। ৯ মাস বয়সের শিশু অপরিচিত লোক দেখে ভয় পায়, আধোআধো বুলি বলে, আঙ্গুল দিয়ে জিনিসপত্র দেখাতে পারে, ধরে ধরে দাড়াতে পারে, একা একাই বসতে পারে, হামাগুড়ি দেয়। ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৯ মাস বয়সের শিশুটি একা একাই বসতে না পারে, আধোআধো বুলি না বলে, কাওকে চিনতে না পারে, আঙ্গুল দিয়ে নির্দেশ করলে না তাকায়। ১ বছর বয়সের শিশু অপরিচিত লোক দেখে ভয় পায়, প্রিয় খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, মুখে বলে কোন নির্দেশ দিলে পালন করতে পারে, হাত নেড়ে মনের ভাব বুঝাতে পারে( বিদায় বেলায় “বাই”), ধরে ধরে হাটতে পারে।

ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ১ বছর বয়সের শিশুটি হামাগুড়ি না দেয়, ধরে ধরে দাড়াতে না পারে, আঙ্গুল দিয়ে নির্দেশ করলেও তাকায় না। পর্ব ২ এ থাকবে দেড় থেকে ৫ বছর বয়সি শিশুদের বেড়ে ওঠার ধাপ বা Milestones। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.