আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি Star Wars মুভি তবে একটু অন্যভাবে ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ Star Wars মুভির নাম কে না শুনেছে? বিশ্ব কাপানো একটা সিরিজ। মুভিপাগলরা হয়ত সব কয়টা পর্বই দেখেছেন। আজ আমি দেখাব Star Wars এর ৪র্থ পর্ব অবশ্য একটু অন্যভাবে।

তো শুরু করা যাক- Windows Vista আর 7 ব্যবহারকারীদের কিছু পূর্বপ্রস্তুতি প্রয়োজন। ততক্ষন XP ব্যবহারকারীরা- আপনারা বসে থাকবেন না, গিয়ে পপকর্ন নিয়ে আসুন। এই অংশটুকু Windows Vista আর 7 ব্যবহারকারীদের জন্য। এটা শেষ হলে নিচের অংশ ফলো করবেন ► প্রথমে Control Panel এ গিয়ে Uninstall a Program সিলেক্ট করুন। ► পাশের Task Bar থেকে Turn Windows features on or off অপশনটি সিলেক্ট করুন।

► নতুন Windows Features উইন্ডোটিতে Telnet Client অপশনটি মার্ক করে OK ক্লিক করুন এবং প্রসেস সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস, হয়ে গেল আপনাদের প্রস্তুতি। এতক্ষণে হয়ত XP ব্যবহারকারীরা পপকর্ন নিয়ে এসে পড়েছেন। তাহলে মুভি শুরু করা যাক। তেমন কিছুই করা লাগবে না।

শুধু Run (Win+R) চালু করে নিচের লেখাটুকু কপি-পেস্ট করে Enter চাপুন। telnet towel.blinkenlights.nl অর্থাৎ XP ব্যবহার কারীরা শুধু নিচের এইঅংশটুকু ফলো করবেন। আপনাদের Telnet Client সেট-আপের প্রয়োজন নেই। প্রথম দুটি ফ্রেমের পর থেকে মুভি শুরু হয়ে যাবে। এখন দেখুন আর বসে বসে পপকর্ন চাবান।

আর হ্যা, মুভিখোররা এই পোস্ট টি দেখে থাকলে রিভিউ আর রেটিং আসা করছি একটা কথা বলতে ভুলে গেছি, মুভিটা দেখতে কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তবে স্পীড নিয়ে মাথা ঘামাবেন না কারণ বাফারিংয়ের কোন ব্যাপার স্যাপার নেই। দেখলেই বুঝবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.