হ্যাপিবয়
এক দেশে এক রাজা। আগেকার দিনের রাজাদের সম্পত্তি কি রকম থাকে আপনাদের সবারই কম বেশ আইডিয়া আছে। তো এই রাজার ও বিশাল সম্পত্তি আছে। কিন্তু খরচ করার মত দুইটা ২ছেলেই আছে। আর কেউ নাই।
ছোট ছেলের নাম আক্কাস আর বড় ছেলের নাম মফিজ। এই দুই ছেলে বাপের টাকা পাইয়া ভালই মুচ মাস্তি করে।
একদিন ২ভাই প্লেন করল , অনেক দুর কথাও ঘুরতে যাবে। যেই প্লেন সেই কাজ। রাজার ছেলে বলে কথা।
বাপ থেকে অনুমতি নিয়ে দুই ভাই রওয়ানা হল বেড়াতে।
সাথে আছে দুই ঘোড়া আর খাবার দাবার। আক্কাসের ঘোড়ার নাম অ্যশ আর মফিজের ঘোড়ার নাম ম্যশ। অ্যশ এবং ম্যশ কে নিয়ে ছুটলো দুই ভাই অজানার উদ্দেশ্যে।
৪দিন পর ওরা ওদের গন্তব্য স্হানে পৌছলো।
তারপর থেকে ওরা বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করতে লাগলো। ঠিক দুইদিন পর রাজা মশাই খবর পাঠালো ছেলেদের কাছে।
খবরে বলা হল যে, শোন বাবারা, আমি খুবই অসুস্হ। মনে হয় বেশী দিন আর বাচব না। তোমরা তারা তারি চলে আস।
তোমাদেরকে আমার সব সম্পত্তি বুঝাই দিব।
তবে, শর্ত হল, যার ঘোড়া পরে পৌছবে তাকে আমি সব সম্পত্তি লিখে দিব আর যার টা আগে আসবে সে কিছুই পাবে না। মনে রাখবে ৪দিনের বেশী দেরি হলে কেউ কোন সম্পত্তি পাবে না।
তখন দেরি না করে রেডি হয়ে গেল দুই ভাই। দুজনেই চায় পরে যেতে কারন সব সম্পত্তি চাই।
কেউ আগাইতে পারতেছে না। কিন্তু চিন্তায় পরে গেল দুই ভাই যে, দুজনে পরে যাইতে চাইলে তো যাওয়াই হবে না। পরে দুভাই এলাকার এক বুদ্ধিমান লোকের কাছে গেলো।
ওনি কি যেনো চুপি চুপি তাদের কে বললেন। তার পর দুজনে ছুটছে আগে যাওয়ার জন্য।
এখন পাঠক বন্ধুরা বলুন বুদ্ধিমান লোকটা কি বলল তাদেরকে??
এইডাই আপনার জন্য ধাধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।