আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

আপনজন প্রায় প্রতিদিনই বিভিন্ন পত্রিকার রিপোর্টের খোরাক যোগাচ্ছে ছাত্রলীগের দামাল ছেলেরা। পিস্তিল, রামদা, হকিস্টিকসহ নানা দেশীয় অস্ত্রের মহড়ার কারণে। কখনও বা নিজেদের মধ্যেই কোপাকোপি করে। আবার কখনও প্রতিপক্ষ কিংবা সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়ে। তবে এবার তারা মানুষ দেখানোর ভালো কাজে নেমেছে।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা আয়োজন করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু। এছাড়া সাবেক দুই ছাত্রনেতাকে বিশেষ অতিথি করা হয়। তবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচীতে যতটানা শীতবস্ত্র নিতে আসা মানুষের ভীড় ছিল তার চেয়ে বেশি ভীড় ছিল নিজেদের নেতাকর্মীদের। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনকে শীতবস্ত্র বিতরণ করতে দেখেছি।

এই একই মঞ্চে। কিন্তু কখনই এত ঘটা করে শীত বস্ত্র বিতরণ তাদের কেউ করেনি। তাই অনেককেই বলতে শুনেছি নিজেদের অপকর্মের উপর কিছুটা চুনকাম লাগাতে এই কর্মসূচীর আয়োজন করেছে। ছাত্রলীগ একইসাথে কিছু টাকা পয়সাও তো চাই ছাত্রলীগ নেতাদের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.