গত কাল প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় সংবাদ দেখলাম পারভেজ নামের ঢাবির এক ছাত্রকে ছিনতাই করার কারনে গ্রেফতার করা হলো। সে নাকি ছাত্রলীগ করে। সে ছিনতাই কারী এটাই তার পরিচয়। তার শাস্তি হবে। অযথা ছাত্রলীগ নেতা ছিনতাই করতে গিয়ে গ্রেফতার এসব লিখে ছাত্রলীগের বদনাম করছে পত্রিকা গুলো।
এতে একদিকে ছাত্রলীগের বদনাম অন্যদিকে তার অপরাধ সত্তেও শাস্তি পাবার আগেই ছাত্রলীগ তাকে ছাড়িয়ে আনবে। ফলে সে শাস্তিও পাবেনা। সুতরাং অপরাধীকে দলীয় পরিচয়ে নয় অপরাধী হিসেবেই বলা হোক। আর যদি সে ছাত্রলীগ করার কারনে সরকার দলীয় কর্মী হওয়ার সাহসে এহেন নিচু কাজ করে থাকে তাহলে বলবো ক্যাম্পাসে সন্ত্রাস মানলাম তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, টেন্ডার বাজি মানলাম - পাটি ক্ষমতায় , টাকা কামানো দরকার, চাঁদাবাজিও নাহয় মেনে নিলাম - রাজনৈতিক সংষ্কৃতির কারনে কিন্তু ছাত্রলীগের ছিনতাই করাটাও কি আমাদের কে মেনে নিতে হবে? আর গার্মেন্টস এর ঝুট ব্যবসার কথা নাহয় বাদই দিলাম। ছাত্রলীগকে বলবো আমাদের সরকারের মান সম্মান ইজ্জত তোমাদের কাজের উপর।
সুতরাং তোমরাই দেখ সন্ত্রাস চাঁদাবাজি ছিনতাই ঝুট ব্যবসা করে মারামারি করবে নাকি ছাত্রদের কল্যানে কাজ করবে। আর ছাত্রলীগের ঐতিহ্য রক্ষা করবে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।