আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের কাউন্সিল

রাজনীিত ভুল পথে যাচ্ছে ১০ ও ১১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কাইন্সিল চলছে। আগামী দিন গুলোর নেতৃত্ব নির্বাচনের এ কাউন্সিল অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার ছেলেদের কর্মকান্ড ইতোমধ্যে দেশ বিদেশে সুনাম ও সুখ্যাতি বয়ে এনেছে। তাদের দাপটে শান্তিপ্রিয় আওয়ামী লীগাররা ত্যক্ত বিরক্ত। তবুও তাদের ছাড়া চলবেনা ক্ষমতা রক্ষার এ গাড়ী।

আবার শোনা যাচ্ছে ছাত্রলীগে শিবিরের অনুপ্রবেশ। এ আবার কেমন কথা। ক্ষমতায় থাকতে ছাত্রদল বলতো তাদের মধ্যে শিবিরের অনুপ্রবেশ এখন ছাত্রলীগ ও তাই বলছে। ডাল মে কৃচ কালা হ্যায়। আবার কেউ কেউ বলছে কেন্দ্রীয় নেতৃত্বে শিবিরের লোকজন থাকছে।

মার্কিন যুক্তরাষ্ট্রর সাবেক প্রেসিডেন্ট বুশের নাকি আল কায়েদা ভীতি ছিল। আমাদের প্রধানমন্ত্রীর শিবির ভীতি আছে বুঝলাম কিন্তু খোদ ছাত্র্রলীগ নেতৃত্বের মধ্যে শিবির আছে এ কথাটি শেখ হাসিনার মুখে মানালেও আমাদের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর মুখে মানায় না। যদি বিষয়টি সর্ষের মধ্যে ভুতের দশা হয় তাহলে সাবধান ছাত্রলীগ। কাদের নিয়ে ক্ষমতা রক্ষার আন্দোলন করবে তোমরা? সোনার ছেলেদের সোনা প্রসবের বেদনা যেন সাধারণ জনগনকে পোহাতে না হয়। তাও আবার যুদ্ধপরাধী শিবির যুক্ত শিবিরলীগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.