শাফিক আফতাব--------- মেয়েমানুষের গায়ের গন্ধে জেগে ওঠে পুরুষত্ব , রাত্রির শীতল বাতাস ক্রমশ উষ্ণ হতে থাকে, উত্তাপে খোলস ফেটে বেরিয়ে পড়ে শিমুলফুল, পানিতে ছুঁই ছুঁই করে নদীর দুকূল। কী এক মোহন আবেশে রাতের বাতাসে নেমে আসে পুলকের ঝুরঝুর রেণু। মনের গহীনে দল মেলে বসে থাকে কামনার কলি। আমি ক্রমশ লিখে যাই শীতসকালের ভাঁপওঠা চিকনচালের ঝরঝরে ভাতের গরম পদাবলী। রজনীগন্ধার মতোন এক এক করে খসে পড়তে থাকে সফেদখোলসপাঁপড়ি, প্রেরকযন্ত্র থেকে উত্তেজনার ডাক আসে, সবরীকলার খোসা ফেলে শাঁস আলগোছে ঢুকে পড়ে লালসার গহবরে। ফুলে ওঠে উপাদেয় অঙ্গাবলী, অকস্মাৎ জ্বেলে ওঠে নীল লাল দীপাবলি, তখন আমি মোহন মুধর এক সুরভরা বাঁশরী নিয়ে তোমার পাতাল রেলে দীর্ঘ ভ্রমনের জন্য প্রস্তুত হতে থাকি। এক আবহমান মাস্টার ইঞ্জিনে সুইচ টেপে, তখন সমান্তরাল এক ভ্রমণ শুরু হয়, আর অমনি নদীর জলেরা কলকল করে ওঠে। ০১.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।