আমাদের কথা খুঁজে নিন

   

ঝরঝরে গদ্যের মতোন হলো সাবলীল // শাফিক আফতাব //



দুপুরের সূর্যের মতোন তুমি পরিপূর্ণ গোল
পূর্ণিমা চাদেঁর মতোন যেন আলোকিত
পাকাধানের মতোন তুমি সোনালী তরল
প্রাঞ্জল বাংলায় তুমি আজ অনুদিত।

তোমাকে পঠনে আজ ক্ষুধিত পরান
ঝরঝরে গদ্যের মতোন হলো সাবলীল
পঠনে আজ আহা ! কেমন অন্তমিল
দুজনার আজ দেখি একই সুর তান।

ফুটন্ত জলের মতোন রক্তে টগবগ
সুবাসেরা ভাঁপ ওঠায় ভাতের প্লেটে
কত কিছু লিখি আজ তোমার স্লেটে
পুলকে ভরে গেলো শূন্য মগ।

কেমন উর্বর আজ তোমার ভূমি
আদিম কৃষক আমি তোমাকে চুমি।
১৩.০২.২০১৪

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।