তারা ঝরঝরে অনুভবগুলো গিলে গিলে খেয়েছে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আজ এই আশ্বিনের বর্ষারাতে গণিতের ছাত্র সবাই__
সুদকষা অঙ্ক কষে তারা উত্তর মিলিয়েছে__লেটার পেযেছে সবাই।
আজ রাতে ভরপুর ছিলো ক্লাসরুম :
অনেকের রাত্রি কেটেছে নির্ঘুম__
সাবলীল সংলাপে তারা উষ্ণতা ঢেলে দিয়েছে সুবাসের সাথে।
মগ্ন পাঠকরা আজ তুমুল অধ্যয়ন করেছে ;
রঙিন মাছের বীজ করেছে বপণ__
মাছদের দলনতা উজেঁোছে উজানে
আবহমান এক অদৃশ্য শক্তির টানে__দুহাতে ছিলো মসৃণ নরম খাতা__
হুদযে গভীরে ছিলো শান্তি-শুভ্রতা ;
চোখের তারা থেকে বিচ্ছূরিত হচ্ছিলো গোলাপের ঘ্রাণ
তারা ঝরঝর অনুভবগুলো গিলে গিলে খেয়েছে .................
২৫.০৯.২০১৩ (না'গঞ্জ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।