প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ঝরঝরে শব্দের একটি মচমচা কবিতা
। ।
শাফিক আফতাব । ।
ঝরঝরে শব্দের একটি মচমচা কবিতা লিখলাম__ক্কুড়ক্কুড় চাবালাম।
সাথে একটি কাঁচা মরিচ__খাঁটি সরিষার তেল দিযে মাখলাম কবিতামুড়ি,
চিনি আর কুচিকুচি পেঁয়াজের ঝাঁঝে জল এলো চোখে__ ছুঁড়ি
মেয়ের হাতের মাখায় মধু ঝরলো __ অাহা ! আজ আমি অমৃত খেলাম।
তোমাকে আমি ঝরঝরে কবিতা শব্দ ভাবি__ভাবি মচমচে ছন্দের দোলা,
শীত সকালে ভাঁপ ওঠা গরম ভাতের সাথে তুমি বেগুন আর আলুর ভর্তা __
পেটপুরে খেয়ে শীতের নরম রোদে আমি হই অাবহমান এক সংসারের কর্তা ;
তুমি অনুপম এক অনবদ্য প্রাঞ্জল কবিতা হও__কোটি টাকা তোমার তোলা।
তুমি কাঁচা পেয়ারা, কিংবা সোনালী কমলার খোঁসা খোলা মসৃণ কোয়া,
চর্বনে রমণে রক্তের স্রোতে আসে অমরাবতীর ঢকঢক শরবত-জল ;
তুমি কখনো দুর্লভ হও, ছেলে ভোলানো অমূল্যে মূল্যের মোয়া __
যখন প্রপাত খুলে দেখাও ঝর্ণার ধারা__আমি অবুঝ শিশু অবিকল।
কবিতা আমার ঝালমুড়ি, মচমচে চানাচুর, শীত সকাল ভাঁপওঠা গরম ভাত ;
কবিতা আমার অনুভব, তুমি কলরব__সবমিলে আমার ভালোবাসার হাত।
২৩.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।