আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাবুর প্রথম (আতিফা মাহমুদ) এর প্রথম স্কুলে যাওয়া।

মানুষ হতে চাই। আমার বাবুর (আতিফা) আজ ০৮ইং জানুয়ারী ২০১২ প্রথম স্কুলে যাত্রা শুরু। এটা আমার ডিজিটাল ডায়েরীর মত লিখে রাখা ও বন্ধুদের সাথে শেয়ার করা। আমার বাবুর কিছু ছবি এখানে দিলাম। ১ নং ছবি ঃ Click This Link ২ নং ছবি ঃ Click This Link ৩ নং ছবি ঃ Click This Link ৪ নং ছবি ঃ Click This Link আমি অনেক কষ্টে গার্মেন্টসে কাজ করে একটু একটু করে ওকে বড় করছি।

আজ ও স্কুলে যাওয়ার উপযুক্ত হলো। আমার কি যে আনন্দ হচ্ছে তা ভাষায় বোঝানোর শব্দ আমার জানা নাই। আপনারা যারা সামুর সদস্য তাদের কাছে আমার নিবেদন আমার বাবুর জন্য দোয়া করবেন। আমি বহু কষ্ট করে মানুষ হয়েছি । আমার বাবা খুব গরিব ছিল বলে মেধা থাকা সত্ত্বেও নিজের কোন স্বপ্ন পূরণ করতে পারিনি।

হয়ত অনেক বেশি মেধাবী ছিলাম না। কিন্তু বহু কষ্টে লেখাপড়া শেষ করে বর্তমানে গার্মেন্টেসে কাজ করে বাবুকে মানুষ করছি। আমরা বেশি ভাইবোন ছিলাম বলে আমার বাবা আমাদের পিছনে টাকা খরচ করতে পারেন নি। সংসারে খাবার জোগাড় করাই ওনার জন্য কষ্টকর ছিল। তাই আমি একটি বাচ্চাকে যথোপযুক্তভাবে মানুষ করে প্রমাণ করতে চাই শুধুমাত্র ভালভাবে যত্ন করেলেই আমিও ভাল কাজ করতে পারতাম।

আমাকে আজ এত কষ্ট করে গার্মেন্টস নামক যন্ত্রের যাতায় পিষ্ট হতে হত না। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার বাবুর জন্য। আজ ওর জীবনের আর একটা অধ্যায় শুরু। ও যেন জীবনে সব বাধা অতিক্রম করে সাফল্য পায়। আমি যা হতে চেয়েও পারিনি, ওকে যেন তা বানিয়ে আমার স্বপ্নের পূর্নতা দিতে পারি।

ও যেন বাবার স্বপ্ন ফলাতে পারে। সবাই আমার বাবুকে দোয়া করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাকে সামর্থ দেন ও শক্তি দেন । সবাই কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।