আমাদের কথা খুঁজে নিন

   

বাবুর বাবুটা কেমন হত!!!

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

প্রিয় ব্লগার ভাই বোনেরা, আপনারা হয়তো বাংলালিংক এর ঐ বিজ্ঞাপনটা দেখেছেন। এক মহিলা একটা ছবি হাতে নিয়ে তাঁর ছেলের কথা স্মরণ করে কাঁদছেন। ছেলে ছোট বেলায় মহান মুক্তিযুদ্ধের কোন এক ঘটনায় হারিয়ে যায়। সেই যে হারিয়ে গেছে আর ফিরে আসে নি। আজ মা সেই ছেলের কথা মনে করে ভাবছেন।

আজ বাবু বেঁচে থাকলে তার বয়স হত ৪০ বছর। বাবুর সিঁথিটা কোনদিকে হত? বাবুর কি গোফ থাকতো? তার কি বিয়ে হত? বাবুর বাবুটা কেমন হত....তারপর কান্না। সত্যিই এই এ্যাডটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হয়েছে ছোট্ট এই এ্যাডটিতে গোটা মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে। কোম্পনীগুলোর কাছে অনুরোধ, আপনারা উল্টা-পাল্টা বিজ্ঞাপন না দিয়ে এই ধরনের বিজ্ঞাপন দিন, তাহলে আপনাদের পন্যের দিকে মানুষ আরও ঝুকে পড়বে নিঃসন্দেহে।

আমরা চাই সকল ধরনের অশ্লিলতা পরিহার করে সুন্দর একটা সমাজ গড়তে। আশা করি বিষয়টা একটু ভেবে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।