http://www.somoyerdhoni.net/
শরত বাবুর খোলা চিঠি
পেলাম সেদিন ডাকে,
বিস্তারিত জানতে চেয়েছেন
গফুর কেমন থাকে?
পাটকলে তার যাচ্ছে কেমন,
আমিনা কেমন আছে?
থাকার ঘর ও নতুন গরু
আছে কি তার কাছে?
তিন বেলা পাচ্ছে খেতে
পানি পাচ্ছে কি রোজ?
লক্ষী দাদা কষ্ট করে
নিন না একটু খোঁজ।
ঠিকানাটা দেয়াই ছিলো
চিঠি মধ্যেখানে,
গিয়ে দেখি ফাঁকা মাঠ
চোখ যতদুর টানে।
বৃদ্ধ একজন এগিয়ে এলেন
আমায় গালি দিতে,
"কেন এসেছ,
এসেছ কি আমায় বলি দিতে?"
তিনিই গফুর,
কাছে আসলে চিনতে পারি তাকে
তার আমিনা তার কাছে নেই
পরের বাড়ি থাকে।
চাকরি তার গেছে চলে
পাটকলই তো বন্ধ
এখন সে ভিক্ষুক,
ছদ্মবেশী অন্ধ।
থাকার ঘর ছিলো তার
পরেছে তাতেও ছেদ,
সেসব নাকি খাস জমি
তাই হয়েছে উচ্ছেদ।
বাবু তোমায় কি লিখবো
কি আর হবে লিখে,
তুমি বরং পরকালে
থাকো অনেক সুখে
javascript:void(1);
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।